খেলাক্রিকেট

Cricket record: ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারেন এই ৩ ব্যাটসম্যান! তালিকায় রয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অপরাজিত ৪০০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা।

Advertisement
Advertisement

আজ পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড স্পর্শ করতে পারেননি। আপনাদের জানিয়ে রাখি, ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অপরাজিত ৪০০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। সময় অতিবাহিত হয়েছে প্রায় ২ দশক, তবুও সেই রেকর্ড ভাঙতে পারেননি কোন ব্যাটসম্যান। তবে বর্তমানে বিশ্ব ক্রিকেটে এমন ৩ জন ধ্বংসাত্মক ক্রিকেটার রয়েছেন যারা ব্রায়ান লারার এই বিস্ময়কর রেকর্ড ভাঙতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় রয়েছেন কারা-

Advertisement
Advertisement

১. ডেভিড ওয়ার্নার: ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ওপেনারের পুরো সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের ইনিংস খেলার রেকর্ড ভেঙে দেওয়ার। বর্তমানে ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও যেকোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটে স্বমহিমায় প্রত্যাবর্তন করতে পারেন ডেভিড ওয়ার্নার।

Advertisement

২. রোহিত শর্মা: আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করে ইতিমধ্যে ক্রিকেট জগতে বিস্ময়কর ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে পারেন ভারতীয় এই ক্রিকেটার। তারও পুরো সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার।

Advertisement
Advertisement

৩. পৃথ্বী শ: এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সংবাদ শিরোনামে বিশেষভাবে আলোচিত রয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যে ব্যাট হাতে একাধিক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিকভাবে সুযোগ পেলে খুব শীঘ্রই ব্রায়ান লারার এই বিস্ময়কর রেকর্ড স্পর্শ করবেন পৃথ্বী শ।

Advertisement

Related Articles

Back to top button