দেশনিউজ

কেরলের পুর-পঞ্চায়েত ভোটে কাস্তে-হাতুড়ির জয়জয়কার

Advertisement
Advertisement

তিরুবনন্তপুরম: বিহারে বিধানসভা নির্বাচনে জয় না পেলেও অপ্রত্যাশিতভাবে ভাল ফল করেছিল সিপিএম। আর এবার নিজেদের ঘাঁটি কেরলের স্থানীয় প্রশাসনিক নির্বাচনে কার্যত কাস্তে-হাতুড়ির জয়জয়কার। ৯৪১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫১৭টিরও বেশি আসনে জিতেছে বামেরা। ছটি কর্পোরেশনের মধ্যে চারটি, ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে ১০টি, ১৫২টি ব্লক পঞ্চায়েতের মধ্যে ১১২টি নিজেদের পকেটে পুড়েছে সিপিএম। ফলে পশ্চিমবঙ্গে যেই সিপিএম কার্যত অস্তিত্ব খুইয়ে ধুঁকছে, সেই সিপিএম কেরলের মাটিতে বাজিমাত করে দিল।

Advertisement
Advertisement

এর ফলে ২০২১-এর ভোটে জোরদার প্রচার এবং বিরোধিতা কতটা তারা করতে পারবে সেই প্রশ্ন উঠে গেল। এই নির্বাচনের ফলে বিজেপি ধাক্কা খেয়েছে তিরুবনন্তপুরম, ত্রিচুর কর্পোরেশনে। তবে গ্রাম পঞ্চায়েতে নিজেদের আধিপত্য বাড়িয়েছে গেরুয়া শিবির।

Advertisement

এক্ষেত্রে ৬৩টি আসন পেয়ে দ্বিতীয় হয়েছে ইউডিএফ। আর বিজেপি জিতেছে ১৪টি পঞ্চায়েত ও একটি পুরসভা। সব মিলিয়ে কেরালার এই স্থানীয় প্রশাসনিক নির্বাচনের ফলাফল টক্করপূর্ণ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে এরকম ফলাফল বেশ অর্থবহুল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button