ভাইরাল & ভিডিও

Suhagrat Viral Video: হানিমুনের ভিডিও শেয়ার করলেন দম্পতি, সারারাত এমন কিছু করতে দেখা গেল বর-কনেকে

×
Advertisement

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিন প্রতিনিয়ত একাধিক পোস্ট ভাইরাল হতে দেখা যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সাধারণের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিনিয়ত নেটদুনিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্টের মাঝে এমন কিছু কিছু পোস্ট থাকে, যা খুব স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করে সকলের। আর এই ভাইরাল হওয়ার দুনিয়ায় এমন খুব কমই ভিডিও থাকে, যা মানুষের মনে থেকে যায় বেশ কিছুটা সময়।

Advertisements
Advertisement

বিয়ে যেকোন মানুষের জীবনেই একটা বড় অধ্যায়। একটা মানুষের গোটা জীবনের ভালো থাকা নির্ভর করে এই বিয়ের উপর। বিয়ে নিয়ে যেকোন মানুষের একটা আলাদা চিন্তা থাকে, থাকে স্বপ্নও। তবে সিনেমা কিংবা উপন্যাসে বিয়ে নিয়ে ঠিক যে বর্ণনা থাকে, তা যে বাস্তবের সাথে একেবারেই খাপ খায় না সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। অবশ্য তার প্রমাণ সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটিই। রইল সেই ঝলক, দেখে নিন।

Advertisements

Advertisements
Advertisement

‘ভাবিন ও বৈশাখী’ নামের ইনস্টা অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে গোটা মিডিয়ামহলে। ভিডিওতে একেবারে নবদম্পতি নিজের বিয়ের রাতের আসল ঝলক তুলে ধরেই নজর কেড়েছেন সকলের। বিয়ে শেষে গোটা রাত একে অপরের সাজ খুলতে খুলতেই সময় চলে গিয়েছিল তাদের। বিয়ের সমস্ত নিয়ম-কানুন শেষ করে জমকালো বিয়ের সাজ থেকে নিজেকে মুক্তি দেওয়াও একটা বড় কাজ। আর এই নবদম্পতি সেই ঝলকই এই ভিডিওর সূত্র ধরে তুলে ধরেছেন সকলের সামনে, যা নিঃসন্দেহে পছন্দও হয়েছে অনেকের। উল্লেখ্য, এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে কোনরকম কোন অযৌক্তিক কোন ব্যাপার নেই। তাই নেটজনতার একাংশের মনে ধরেছে এই ভিডিওটি। বর্তমান প্রজন্ম এই ভিডিওটিতে মজার ছলেই বাস্তবতার স্বাদ খুঁজে পেয়েছে।

Related Articles

Back to top button