আন্তর্জাতিকনিউজ

করোনার দ্বিতীয় ধাক্কা, বিশ্বের ৮১ টি দেশের অবস্থা মারাত্মক, জানাল WHO

বিশ্বের ৮১ টি দেশে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। যা আরও মারাত্মক আকার নেবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনা সংক্রমিত হয়েছেন বিশ্বের প্রায় ৮১ লক্ষ মানুষ। মৃতের সংখ্যা ৪ লক্ষ মানুষ। এরকম অবস্থায় আবার এক আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার বলা হয়েছে, বিশ্বের ৮১ টি দেশে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। যা আরও মারাত্মক আকার নেবে বলে মনে করা হচ্ছে। ভারত, ব্রাজিল, পাকিস্তান, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইজরায়েল এই দেশগুলিতে সংক্রমণের মাত্রা প্রচুর পরিমাণে বাড়ছে। যা রীতিমতো চিন্তায় ফেলছে বিজ্ঞানীদের।

Advertisement
Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের মাত্র ৩৬ টি দেশে করোনার নতুন করে সংক্রমণের হার কমছে। কিন্তু বাকি দেশগুলিতে মাত্রাতিরিক্ত হারে বাড়ছে। চীনের উৎসস্থল বেজিংয়ে গত ১৫ দিন ধরে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। আফ্রিকাতে গত ১৫ দিন ধরে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, দক্ষিণ এশিয়া, আফ্রিকার দেশগুলিতে পরিস্থিতি আরও ভয়ানক হবে। এদিকে এই সংক্রমণের সাথেই বিভিন্ন দেশে লকডাউন তুলে দেওয়া হয়েছে। ফলে সংক্রমণের সংখ্যা বহুগুন বাড়ছে। ভারতেও আনলক ১-র পর থেকে সংক্রমণের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মত। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষে পৌঁছে গিয়েছে। আর আক্রান্তের নিরিখে ভারত তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button