দেশনিউজ

করোনার থাবা বিশ্বজুড়ে, মৃতের সংখ্যা ১৯ হাজার ছুঁতে চলেছে

Advertisement
Advertisement

সারা বিশ্বে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড ১৯। দিন যত এগোচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে যত মানুষ মারা গিয়েছেন কোভিড ১৯-এ, তা শুনলে চমকে উঠতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী এ পর্যন্ত ১৮ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে সারা বিশ্বে। যে হারে মৃত্যু মিছিল এগিয়ে চলেছে তাতে খুব শীঘ্রই তা ১৯ হাজার ছাড়িয়ে ২০-র দিকে এগোবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement

আমেরিকা, ইতালি, স্পেন, জার্মানি সহ বিশ্বের উন্নত দেশগুলো কার্যত দিশেহারা অবস্থায়। চিন নিজেদের সামলে নিলেও, ইতালিতে মৃত্যু সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। গতকাল মঙ্গলবার ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। যার ফলে মোট মৃত্যু সংখ্যা ৬ হাজার ৮২০-তে এসে পৌঁছেছে। আক্রান্ত প্রায় ৭০ হাজার। তবে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৩৬২ জন। মৃতের সংখ্যার যা অবশ্য অতি নগন্য।

Advertisement

ইতালির পর ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি হল স্পেন। মৃত্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার নতুন সমস্যা মৃতদেহ সৎকার। মৃতদেহ সৎকারের কাজে যুক্ত সংস্থা পরিকাঠামোর অভাবের কথা জানিয়ে কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করতে অস্বীকার করছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে জার্মানি ও আমেরিকাও। দুই দেশেই দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমেরিকাতে ইতিমধ্যে ৬৩০ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে মৃতের সংখ্যা ১৩০। ভারতে কোভিড ১৯-এর সংক্রমণ আটকাতে ২১ দিনের লকডাউন জারি করা হয়েছে। ইতিমধ্যে এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা, জার্মানি, কানাডা, ভারত সহ বিভিন্ন আক্রান্ত দেশের সরকার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরানোর পরামর্শ দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button