দেশনিউজ

করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার, আগের থেকে ভারতে বেড়েছে সুস্থতার হার

Advertisement
Advertisement

ভারতঃ ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮,৬০০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১,১২৪ জন, সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজারের বেশি মানুষ। পাশাপাশি একদিনে সুস্থ হয়েছেন ৯২ হাজারের বেশি মানুষ এবং মারা গিয়েছেন ১১০০ জনের বেশি মানুষ।

Advertisement
Advertisement

ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯,৪১ ৬২৮ জন। ভারতের মোট আক্রান্তের সংখ্যা ৫৯,৯২,৫৩৩ জন। সব মিলিয়ে দেশে মৃতের মোট সংখ্যা ৯৪,৫০৩ জন।

Advertisement

সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।

Advertisement
Advertisement

প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪। আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার। অন্য দিকে করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। যার জেরে প্রতিদিন এক ধাপ করে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। এই হারে করোনা বাড়ার ফলে দেশের সাধারণ মানুষ থেকে প্রশাসন প্রত্যেকেই চিন্তিত।

 

 

Advertisement

Related Articles

Back to top button