করোনা সংক্রমণে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে দেশজুড়ে। শুধু শারীরিকই নয় সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। খাবার থেকে টাকাপয়সা সবকিছুতেই অভাব দেখা দিচ্ছে ক্রমশ। এই অবস্থায় সামাজিক নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন সমাজকর্মীরা। তাদের দাবী দেশের সব মানুষের অ্যাকাউন্টেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক। সেটা হতে পারে অর্গানাইজড সেক্টর বা আন-অর্গানাইজড অথবা দরিদ্র হোক বা ধনী, সবার জন্যই টাকা দেওয়ার কথা জানান তারা।
এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নাউ নামে ওই সংগঠনের তরফ থেকে দেওয়া একটি পিটিশনে জানানো হয়েছে, “আমরা এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি। রোজগার অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলাফল অত্যন্ত খারাপ হতে চলেছে।”
এখানে বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা রয়েছেন বলে জানা গেছে। অর্থনীতিবিদ অরুণ কুমার, সাহিত্যিক হিরেন গোহেন, সমাজবিদ নন্দিনী সুন্দর, সতীশ দেশপান্ডে, নিবেদিতা মেনন প্রমুখসহ ৯০০ জন এই দাবীতে স্বাক্ষর করেছেন। উল্লেখযোগ্য, অর্থমন্ত্রী ১.৭ লক্ষ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন সেটিও যথাযথ নয় বলে জানিয়েছেন তারা। এও বলেছেন যে, সরকারের এখন উচিত করোনার পরীক্ষা বিনামূল্যে করা।
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। গত মঙ্গলবার ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।