টেক বার্তা

ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে কনফার্ম হবে আপনার টিকিট, দারুণ সুবিধা রয়েছে ভারতীয় রেলে

Advertisement
Advertisement

উৎসবের মরসুমে রেল যাত্রীদের জন্য বড় স্বস্তি। ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে পর্যন্ত টিকিট বুকিং করার অনুমতি দেওয়া রয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। ট্রেন ছাড়ার আগে টিকিট বুক করার জন্য অবশ্যই IRCTC অ্যাপ থাকতে হবে ফোনে। নাহলে ওয়েব সাইট থেকেও করতে পারবেন রেলের টিকিট বুকিং।

Advertisement
Advertisement

স্টেশন থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। সেই সময় থেকে রেলের টিকিট বুক করা হয়েছে আরও সহজ। মূলত করোনা অতিমারির সময়কাল থেকে, মানুষ যখন ক্রমে অনলাইন নির্ভর হতে শুরু করেছিলেন। দ্বিতীয় চার্ট তৈরির আগে অনলাইনে এবং পিআরএস টিকিট কাউন্টারে টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যায়।

Advertisement

Online train ticket booking

Advertisement
Advertisement

ট্রেন ছাড়ার মাত্র ১০ মিনিট আগে টিকিট বুকিং:

• প্রাক-কোভিড সময়ের মতো ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হয় এবং দ্বিতীয় রিজার্ভেশন চার্টটি ট্রেন ছাড়ার ৩০ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে প্রস্তুত করা হয়।

• এর অর্থ, দ্বিতীয় রিজার্ভেশন চার্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেনের টিকিট বুক করতে পারবেন। রিফান্ড এর নিয়ম অনুযায়ী এই সময়ে টিকিট বাতিলও করা যেতে পারে। রিজার্ভেশনের প্রথম চার্টে বুক করা কোনও আসন বাতিল হওয়ার কারণে খালি হয়ে গেলে দ্বিতীয় চার্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত পিআরএস কাউন্টার এবং অনলাইনে টিকিট বুক করা যেতে পারে।

• IRCTC এর মাধ্যমে অনলাইনে জরুরি ভিত্তিতে টিকিট বুক করতে পারবেন। ট্রেনের কোন কামরায় কতো আসন ফাঁকা রয়েছে সেটা IRCTC এর সাহায্যে জেনে নিতে পারবেন। পছন্দের কামরায় আসন ফাঁকা থাকলে আপনার টিকিট তখনই কনফার্ম হয়ে যেতে পারে।

Advertisement

Related Articles

Back to top button