Today Trending Newsনিউজরাজ্য

আবহাওয়ার খবর : মেঘ কাটলে ঠান্ডা আরও জোরালো, পরশু থেকে নামবে পারদ

Advertisement
Advertisement

বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও ভারী কোথাও মাঝারি। যদিও এর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিনবঙ্গে বৃষ্টি থামলেও আকাশ সারাদিনই মেঘলা ছিল এবং কুয়াশার আধিক্য বেশি থাকবে বলেই জানা গেছে।

Advertisement
Advertisement

বৃষ্টির ফলে বেড়েছে তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মেঘ কাটলে ঠান্ডা আরও জোরালো হবে, পরশু থেকে নামবে পারদ বলেই জানা গেছে। অসময়ের এই বৃষ্টিতে শীতের হাত থেকে সামান্য রেহাই পেয়েছে রাজ্যবাসী। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।

Advertisement

আরও পড়ুন : শহরের চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
Advertisement

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে এখনো সেই পরিস্থিতিই বর্তমান। শুধু বৃষ্টিই নয় শিলাবৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিংসহ বেশ কয়েকটি জেলায়। পশ্চিমি ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সমন্বয়ে শীতকালেও বৃষ্টির কবলে রাজ্যবাসী।

তবে বৃষ্টি থেমে গেলেই আবার হাঁড়কাঁপানো শীতের মুখোমুখি হবে রাজ্যবাসী। উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে শীতের প্রকোপ কমেছে, তবে আবার আগের চিত্রই দেখা যাবে রাজ্যজুড়ে।

Advertisement

Related Articles

Back to top button