নিউজরাজ্য

দীর্ঘ সাত মাস পর উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Advertisement
Advertisement

শিলিগুড়ি: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জন্য বেশ কয়েক মাস কোনওরকম সফর হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘ লকডাউনের পর নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে সকলেই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে। ফেরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীও। আর তাই দীর্ঘ লকডাউনের পর প্রায় সাত মাস পরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়ে কার্যত এক ঢিলে দুই নয় তিন পাখি মারলেন তিনি।

Advertisement
Advertisement

অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং-এ করোনা পরিস্থিতিতে কেমন আছে উত্তরবঙ্গ, তা জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি করোনা আবহের মধ্যে রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার তেমন কিছুই করছে না বলে অভিযোগ করেছেন। তিনি তার এই দুই বক্তব্যের পর উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক কার্যত জমিয়ে দিয়েছিলেন মমতা।

Advertisement

বিভিন্ন প্রসঙ্গ এদিনের প্রশাসনিক বৈঠকে উঠে এসেছিল। তবে সব প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী। কিছু কিছু বিষয়ে তড়িঘড়ি সমাধান করে দিলেও কিছু কিছু বিষয়ে তিনি বলেছেন ‘এটা আলোচনা করার জায়গা এখানে নয়’, এমনভাবে বলে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। তিনি তবে এদিনের বৈঠক থেকে করোনা পরিস্থিতি মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার রিপোর্ট যাতে তড়িঘড়ি আসে এমন নির্দেশ দিয়েছেন। কোভিড যোদ্ধার জন্য উত্তরবঙ্গের করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেছেন মমতা। উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই সেদিকটাতে আরও বেশি নজর দিতে বলেছেন।

Advertisement
Advertisement

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কিন্তু উৎসবে গা ভাসিয়ে নিয়ন্ত্রণে ঢিলেমি দেওয়া চলবে না। জেলাশাসকদের দিন পিছু করোনা আপডেট আপলোড করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার যেহেতু সীমান্ত এলাকা সেখানে বিশেষ নজরদারি চালাতে বলেছেন তিনি। সব মিলিয়ে দীর্ঘ সাত মাসের পর উত্তরবঙ্গ সফরে গিয়ে নিজের কর্মকাণ্ড কার্যত জমিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী, তা বলাই যায়।

Advertisement

Related Articles

Back to top button