নিউজ

ভরতের চালে কুপোকাত চিন, ৯০০ কোটির চুক্তি বাতিল করলো হিরো সাইকেলস

Advertisement
Advertisement

অরূপ মাহাত: লাদাখ সীমান্তে উদ্ভূত সমস্যার কারণে দেশের মধ্যে ‘বয়কট চিন’-এর ডাক দিয়েছেন ভারতীয়রা। চিনা অ্যাপ ও চিনা পণ্য বয়কটের এই ডাককে মান্যতা দিয়েছে দেশের সরকারও। ইতিমধ্যে বেশকিছু জনপ্রিয় অ্যাপ সহ মোট ৫৯ টি চিনা অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয়দের এই ‘বয়কট চিন’-এর ডাককে সমর্থন জানিয়ে এবার চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি বাতিল করলো সাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো গোষ্ঠী।

Advertisement
Advertisement

এই সংস্থার কর্ণধার পঙ্কজ মুঞ্জল এ বিষয়ে সংবাদমাধ্যমে জানান, বেশ কিছু চিনা সংস্থার সঙ্গে আগামী কয়েক মাসে ৯০০ কোটি টাকারও বেশি ব্যবসায়িক লেনদেন হওয়ার কথা ছিল তাদের। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে আপাতত কোন চিনা সংস্থার সঙ্গে তারা কাজ করতে চান না বলে জানিয়েছেন তিনি।

Advertisement

লাদাখ সীমান্তে উত্তেজনা সৃষ্টি ও সীমান্ত এলাকায় চিনা সেনার গতিবিধি নিয়ে লাগাতার চিনকে জবাব দিয়ে চলেছে ভারত। সীমান্ত এলাকায় নিজেদের শক্তি বাড়িয়ে প্রত্যাঘাত দিয়েছে ভারতের সেনাবাহিনী। শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিকে থেকেও এবার চিনকে বেকায়দায় ফেলতে ময়দানে নেমেছে ভারতীয় সংস্থাগুলি। তারই অংশ হিসেবে বিভিন্ন চিনা সংস্থার সঙ্গে তাদের যাবতীয় ব্যবসায়িক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাইকেল প্রস্তুতকারী সংস্থা হিরো।

Advertisement
Advertisement

বিভিন্ন চিনা সংস্থার সঙ্গে তাদের চুক্তি বাতিলের প্রসঙ্গে হিরো সাইকেলসের চেয়ারম্যান পঙ্কজ মুঞ্জল জানান, ‘চিনের বিভিন্ন সংস্থার সঙ্গে প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসায়িক পরিকল্পনা বাতিল করা হয়েছে। সাইকেল প্রস্তুত করতে চিনা সামগ্রীর নির্ভরতা কমাতে চাইছি আমরা।’ তবে চিনের বিভিন্ন সংস্থার সঙ্গে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেও ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বিদেশের বাজারে পসার বাড়াতে চায় চায় হিরো গোষ্ঠী।

Advertisement

Related Articles

Back to top button