আন্তর্জাতিকনিউজ

চীনের তৈরী অ্যান্টিবডি আটকাবে করোনা সংক্রমণ! আসতে পারে সফলতা

Advertisement
Advertisement

চীন কি তাহলে করোনার অ্যান্টিবডি তৈরী করতে পারল? নতুন গবেষণায় উঠে এল অবাক করা তথ্য। চিনের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির গবেষণা করোনা মোকাবিলার ক্ষেত্রে নতুন দিশা আনছে। গবেষকরা জানিয়েছেন যে মানুষের শরীরে একজোড়া অ্যান্টিবডির সন্ধান পাওয়া গেছে। যা মানুষের শরীরে করোনা সংক্রমণ আটকে দেবার ক্ষমতা রাখে।

Advertisement
Advertisement

মানুষের দেহে ACE 2 ‌প্রোটিন রয়েছে, এই প্রোটিন করোনা সংক্রমণে সাহায্য করছে। কিন্তু বি৩৮ ও এইচ৪ এই দুই অ্যান্টিবডি শরীরে সরাসরি সক্রিয় হয়ে ACE 2 প্রোটিনের সাথে করোনা ভাইরাসকে যুক্ত হওয়া থেকে আটকাবে। চীনের এই নতুন তত্ত্ব রীতিমতো শোরগোল ফেলেছে গবেষক মহলে। আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।

Advertisement

গবেষকরা বলেছেন যে ভাইরাসের দুই রকমের পার্ট আছে, একটি হল- এস১, আর অন্যটি হল- এস২। কিন্তু এই দুটি ভাইরাসের পার্টের সাহায্য দুই অ্যান্টিবডি মিলে করোনা ভাইরাসের সংযোগস্থলকে আরও জটিল করে তুলতে পারবে। তাই এই পদ্ধতি মানব শরীরে করোনা মোকাবিলায় খুব সাহায্য করবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এই  দুটি অ্যান্টিবডির সাথে ভাইরাসের সংযোগ হলে তখন ভাইরাস আর ACE 2–‌প্রোটিন-এর সঙ্গে কোনো যোগসূত্র বাঁধতে পারবে না ফলে মানবদেহে সংক্রমণ ছড়াবে না।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button