Today Trending Newsআন্তর্জাতিকনিউজ

নতুন করে থাবা বসাচ্ছে করোনা, পুনরায় লকডাউন ঘোষণা হল চিনে

Advertisement
Advertisement

বেজিং: করোনার (Coronavius) দাপট থেকে বিশ্ববাসী কবে মুক্তি পাবে এই উত্তর জানা নেই কারোর। এই মারণ ভাইরাসের দাপটে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। ভ্যাকসিন (Corona Vaccine) আবিষ্কার হলেও তার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে ফের করোনা ভাইরাসের প্রকোপ পুনরায় বেড়ে চলেছে চিনে (China)। যার ফলে নতুন করে লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে চিনে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে,নতুন করে ফের বেশ কয়েকজনের শরীরে করোনার ভাইরাসের সন্ধান মিলেছে। আর এই আক্রান্তের হদিশ মিলেছে রাজধানী বেজিংয়ের দক্ষিণাংশে। ফলে নতুন করে শহরের একাংশে নতুন করে লকডাউন ঘোষণা করা হল।  গৃহবন্দি থাকতে হবে প্রায় ১৭ লক্ষ মানুষকে।

Advertisement

সূত্রের খবর, বেজিংয়ের দক্ষিণের জেলা ড্যাক্সিংয়ে নতুন করে ছ’জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে বেজিংয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে চিনে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।

Advertisement
Advertisement

ইতিমধ্যে ড্যাক্সিং এয়ারপোর্টও বন্ধ করে দেওয়া হয়েছে, যে কমপ্লেক্সে ওই আক্রান্তদের হদিশ মিলেছে সেখানকার বাসিন্দাদের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমস্ত পড়ুয়াদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সেইসঙ্গে জনসমাগম হয় এরকম এলাকা, অফিস, হোটেল, রেস্তরাঁ, কারখানা এবং সমস্ত সুপার মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button