ভাইরাল & ভিডিও

তরুণীর গালে গাল ঠেকিয়ে চুমু খাচ্ছে শিম্পাঞ্জি, আশ্চর্য ভিডিও তুমুল ভাইরাল (Viral Video)

Advertisement
Advertisement

কি শিম্পাঞ্জির সঙ্গে সেলফি নিতে হবে? তাও আবার নানান কায়দায়! শিম্পাঞ্জি চুমু দেবে, ঘাড়ে উঠবে, কোলে শোবে, এমনটা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হয়। সব হয়। বিশেষ করে আজকের দিনে সব সম্ভব। একবার যদি কেউ অসাধারণ কোনো কাজ করে দেখায় তাহলে সেটা ভাইরাল হতে দু মিনিট লাগে না।

Advertisement
Advertisement

এই ডিজিট্যাল যুগে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। তারা নানান ধরনের রিল, ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া জ্যাম করে। সেরকমই এক তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি নিঃসন্দেহে বেশ চমৎকার আর আশ্চর্যের। ভিডিওটি দেখলে আপনিও বুঝবেন যে তরুণীটি যথেষ্ট সাহসী।

Advertisement

প্রতিনিয়ত যেই যেই ভিডিও ভাইরাল হচ্ছে তার মধ্যে এই ভিডিওটি একটু অন্যরকম। এখানে এক তরুণী বাইরে ঘুরতে গেছে আর সেলফি নিয়েছে একটা ইয়া বড় শিম্পাঞ্জির সঙ্গে। সেলফি বললে ভুল হবে , গোটা কয়েক ছবি নিয়েছেন ওই শিম্পাঞ্জির সঙ্গে। যেখানে, শিম্পাঞ্জিটি কখনো তরুণীর কাঁধে মাথা রাখছে তো কখনো হাত, কখনো তরুণীর দুই কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আবার শিম্পাঞ্জিটা তরুণীর গালে গাল ঠেকিয়ে চুমু খাচ্ছে।

Advertisement
Advertisement

ভিডিওটির মজা উপভোগ করার আগে জেনে নিন কে সেই তরুণী। প্রথমত, ইনি একজন ট্যুরিস্ট। এবং এই নির্দিষ্ট ভাইরাল ভিডিওটি, মূলত রাধিকা সিং ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওটির সাথে তিনি ক্যাপশন দিয়েছেন, “হামারি আধুরি কাহানি!” যা তাঁর অবিস্মরণীয় মুহুর্তে হাস্যরসের স্পর্শ যোগ করে।

Advertisement

Related Articles

Back to top button