Today Trending Newsনিউজপলিটিক্স

বনগাঁর জনসভা থেকে স্থানীয় নেতাদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতার

Advertisement

বনগাঁ স্টেডিয়ামে আজ সিএএ এবং এনআরসি বিরোধিতা জনসভায় মতুয়াদের মন জয় করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে বনগাঁ লোকসভায় হারার পর এই জনসভায় মুখ্যমন্ত্রী দলের স্থানীয় নেতাদের কটাক্ষ করলেন। দলের স্থানীয় নেতাদের কটাক্ষ করে তিনি জনগণের উদ্যেশ্যে বলেন, ‘স্থানীয় নেতাদের উপর রাগ থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন দল কিন্তু আমরাই চালাই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দলের কেউ খারাপ ব্যবহার করলে তার ব্যবস্থাও নিই আমরা।’ লোকসভা ভোটের আগে থেকেই বনগাঁ পুরসভার চেয়ারম্যান, বনগাঁর অন্যান্য স্থানীয় নেতাদের উপর ক্ষোভ ছিল বনগাঁর মানুষের। সেই ক্ষোভের আঁচই লোকসভা ভোটের ফলে পড়েছিল বলে মত ছিল রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।

আরও পড়ুন : পিছু হাঁটল কেন্দ্র, দেশজুড়ে চালু হচ্ছে না NRC

এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেন। বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি এখানে টাকা দিয়ে ভোট কিনেছে। যেটা আমরা পরে জানতে পেরেছি।’ বাংলায় এনআরসি, সিএএ হতে দেবেননা বলেও তিনি জানান জনসভা থেকে। মতুয়াদের মন জয় করতে আজ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মতুয়া সম্প্রদায়ের মানুষ এলে তাদের বুকে স্থান দেবো।’ মতুয়াদের বড়মার সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও বলেন তিনি।

বনগাঁর সভা থেকে এনআরসি, সিএএ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমন করেন। তিনি বলেন, এনআরসির প্রথম ধাপ হিসেবে এনপিআর শুরু করা হয়েছে। তাই আমি বাংলায় এনপিআর করতে দিইনি। রাজনৈতিক বিশেষজ্ঞ দের মতে বনগাঁ পুরসভায় আসন্ন পুরভোট নিয়ে আদাজল খেয়ে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এদিন সভা থেকে স্থানীয় নেতাদের সতর্ক করলেন তিনি। প্রসঙ্গত এদিন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়েও বলতে পারেননি।

Related Articles

Back to top button