ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাংলার কর্মচারীদের জন্য বড় সুখবর, ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কলকাতার ক্রিসমাস কার্নিভালের সময়

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বৃদ্ধি করা হবে। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রায় ৫ থেকে ৭ শতাংশ। এটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আর্থিক স্বস্তি।

Advertisement
Advertisement

এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের উপর আর্থিক বোঝা বাড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে প্রতি মাসে অতিরিক্ত ২,৪০০ কোটি টাকা খরচ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সমস্ত কর্মী, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী, সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ এবং পেনশনভোগীরা আগামী ১ জানুয়ারি থেকে অতিরিক্ত মহার্ঘ ভাতা পাবেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেনি রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিয়ন। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। গত বছর ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নগুলি আন্দোলনে নামে। কিন্তু, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে তারা আন্দোলন তীব্রতর করে। বিশেষজ্ঞরা মনে করছেন এই আন্দোলনের চাপে পড়েই শেষমেষ চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

২০২৩ সালের ক্রিসমাস কার্নিভালের সূচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। সেই সভায় তিনি বলেছেন, “এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা আরো ৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবে। এর ফলে অনেকটা সুবিধা হবে রাজ্য সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারের মতো DA দেওয়া রাজ্য সরকারের জন্য বাধ্যতামূলক নয়। রাজ্যের মহার্ঘ ভাতা দেওয়া সম্পূর্ণরূপে ঐচ্ছিক।” যদিও রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের প্রধান মুখপাত্র ভাস্কর ঘোষ বলছেন, তারা এই রকম ভাবে রাজ্য সরকারের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করবে না। তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড়। কেন্দ্রীয় সরকারের মতো ৪৬ শতাংশ হারে মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মচারীদেরকেও দিতে হবে। রাজ্য সরকার যদি এই দাবি না মানে তাহলে তাদের আন্দোলন আরও তীব্রতর হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button