শনিবার মাঝরাতে বঙ্গ উপকূলের ওপর থেকে এক বিধ্বংসী সাইক্লোন বয়ে গেছে যার নাম বুলবুল। ঘন্টায় ১২০কিমি বেগে ঘূর্ণিঝড়টি রাজ্যের দুই ২৪ পরগনার ওপর আছড়ে পড়েছে, যার জেরে ৫ জন নিহত হয়েছে, এবং ঘরছাড়া অনেকেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার বিধ্বস্ত এলাকাগুলিতে পরিদর্শন করেন। বিধ্বস্ত এলাকাগুলির পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বসিরহাটে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, রাজ্যজুড়ে প্রায় ১৫ লক্ষ হেক্টর ফসল নষ্ট হয়েছে। এখনও অনেক জায়গায় জল জমে রয়েছে। কোনো কোনো জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকছে। গোটা এলাকায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। তিনি আরও বলেন বিধ্বস্ত এলাকার মানুষেরা যেন যথা সময়ে ত্রান পায়।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাঁধভাঙা রোধ করতে হলে ম্যানগ্রোভ অরন্যের বিস্তার ঘটাতে হবে। কারন কংক্রিটের বাঁধগুলি বছরের পর বছর টিকে থাকে না। এর ফলে জমিতে নোনা জল ঢুকবেনা ফলে চাষও ভালো হবে। এছাড়াও তিনি বলেন, বসিরহাট এলাকায় ১২০০ টির বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
তবুও অধিকাংশ এলাকায় বৈদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ওই এলাকাগুলিতে মেডিক্যাল টিম রাখা হয়েছে। এলাকাবাসীদের জন্য পানীয় জল, ও পর্যাপ্ত পরিমাণ ওষুধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া পরিবার প্রতি ১২ কেজি চাল, জ্বালানি হিসেবে ৫ লিটার কেরোসিন এছাড়াও শিশুখাদ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।