ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pan Card হারিয়ে গেলে কিভাবে আবেদন করবেন, জেনে নিন পুরো পদ্ধতি

প্যান কার্ড বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর হলো ভারত সরকার দ্বারা জারি করা একটি বিশেষ আলফা নিউমেরিক আইডেন্টিফিকেশন নম্বর

Advertisement
Advertisement

প্যান কার্ড বা পার্মানেন্ট একাউন্ট নম্বর কার্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইডেন্টিফিকেশন কার্ড। এই কার্ড হলো আদতে একটি দশ সংখ্যার আলফা নিউমেরিক কার্ড, যেটি ভারতে ট্যাক্স এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হতে পারে। এই কার্ড জারি করে থাকে ভারতের আয়কর দপ্তর। যদি কোন ভাবে এই কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে এই কার্ডের জন্য অনলাইনে কিংবা অফলাইনে ডুপ্লিকেট আবেদন করা যায়। চলুন তাহলে আজ সেটাই দেখে নেওয়া যাক কিভাবে আপনি ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

Advertisement
Advertisement

১. অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে TIN-NSDL ওয়েবসাইটে যান এবং সেখানে হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বাটনে ট্যাপ করুন।

Advertisement

২. এরপর এপ্লাই ফর প্যান কার্ড বিকল্পটিতে ক্লিক করে যে নতুন উইন্ডো খুলবে সেখানে রি প্রিন্ট ফর প্যান কার্ড বিকল্পে ক্লিক করুন

Advertisement
Advertisement

৩. মাথায় রাখতে হবে আপনার কিন্তু প্যান নম্বর মনে রাখতেই হবে। এবার যে নতুন উইন্ডো খুলবে সেখানে প্যান নম্বর আধার নম্বর এবং জন্মতারিখ লিখুন। তারপর চেকবক্সে ক্লিক করে প্রোসিড বাটনে ক্লিক করুন।

৪. এরপর আপনাকে মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি লিখতে হবে। তারপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। নির্দিষ্ট জায়গায় আপনাকে ওটিপি লিখতে হবে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৫. এরপরে যে নতুন উইন্ডো খুলবে সেখানে আপনাকে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। আপনার ছবি আপলোড করতে হবে এবং আপনার কার্ডের জন্য ফি প্রদান করতে হবে। সবশেষে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

এই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার আবেদনের একটি অনুলিপি পেয়ে যাবেন। এখানে যে নম্বরটি থাকবে সেটি ব্যবহার করে আপনি আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন। এছাড়াও আপনি জানতে পারেন আপনার কার্ড ঠিক ঠাক ভাবে তৈরি হয়েছে নাকি হয়নি।

অন্যদিকে যদি আপনি অফলাইনে, এজন্য আবেদন করতে চান তাহলে আপনাকে প্যান পরিষেবা কেন্দ্রে গিয়ে, নির্দিষ্ট ফরম ফিলাপ করে আপনাকে এই কাজটা করতে হবে। এর জন্য আবেদন ফি ১১০ টাকা। এই আবেদন ফি আপনি জমা করতে পারেন ডিমান্ড ড্রাফট, চেক অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি এবং ঠিকানা প্রমাণপত্র লাগবে এই কাজের জন্য। ডুপ্লিকেট প্যান কার্ড পেতে হলে আপনাকে ন্যূনতম ১৫ থেকে ২০ দিনের জন্য অপেক্ষা করতে হবে।

Advertisement

Related Articles

Back to top button