দেশনিউজ

ভোট দানের নিয়মে পরিবর্তন, জানালো নির্বাচন কমিশন

Advertisement
Advertisement

ভোটার সংখ্যা বাড়াতে এবার চালু হচ্ছে নতুন নিয়ম। গত শনিবার, কেন্দ্রের তরফ থেকে জানা গিয়েছে যারা বিভিন্ন ভাবে অক্ষম এবং ৮০ বছরের বেশি বয়সীরা এবার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারবেন।

Advertisement
Advertisement

বর্তমানে, সশস্ত্র বাহিনী ও নির্ধারিত নির্বাচনের যারা দায়িত্বে থাকেন তারাই একমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। কিন্তু এখন থেকে শারীরিক ভাবে অক্ষম ও ৮০ বছরের বেশি বয়স্করা এই সুযোগের আওতায় এলেন। সুপরিচিত আধিকারিকরা জানিয়েছে, শুধুমাত্র ভোটারের সংখ্যা বাড়ানোর জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশনের সুপারিশ এর ভিত্তিতে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রণালয় ২২ শে অক্টোবর সংশোধনীতে জানিয়েছে, শারীরিকভাবে অক্ষম বা ৮০ বছরের বেশি লোক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারবেন।

Advertisement
Advertisement

অনুপস্থিত ভোটার তাদের বলা হয় যারা ভোটকেন্দ্রে যেতে অসমর্থ থাকে। কর্মকর্তরা জানিয়েছেন এই উভয় বিভাগেই এমন লোক রয়েছে যারা ভোটকেন্দ্রে পৌঁছাতে পারছেন না এবং স্বাভাবিকভাবে ভোট দিতে পারছেন না। তাদের জন্যই এই অভিনব পদক্ষেপ নেওয়া হল।

এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এই পদক্ষেপ দুই বিভাগের লোককে স্বাচ্ছন্দে তাদের ভোট দিতে সক্ষম করবে এবং এভাবে ভোটদানের সংখ্যা বাড়িয়ে তুলবে। এক্ষেত্রে পোলিং অফিসার প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অনুপস্থিত ভোটার এবং ১৩ এ ফর্মটিতে প্রতিবন্ধী ব্যক্তির সত্যতা যাচাই করবেন’।

Advertisement

Related Articles

Back to top button