দেশনিউজ

লকডাউনে অফিস খুললেও মানতে হবে কিছু বিশেষ নিয়ম

Advertisement
Advertisement

আজ থেকে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ২০ এপ্রিল থেকে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে রয়েছে বিশেষ সতর্কতা। দেশের অর্থনীতির বেহাল দশা কাটাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। বিভিন্ন আইটি সেক্টর, শিল্প প্রতিষ্ঠান এগুলি চালু রাখা হয়েছে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে কাজের অনুমতি দেওয়া হলেও সেখানে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement
Advertisement

কেন্দ্রের বিশেষ নিয়মাবলী রয়েছে, সেগুলি হল-

Advertisement

১) ১০ জনের বেশি কর্মী নিয়ে মিটিং করা নিষেধ করা হয়েছে।

Advertisement
Advertisement

২) প্রত্যেক কর্মীদের মধ্যে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

৩) লিফট ব্যবহার করা যাবে না। আর লিফট ব্যবহার করলেও ৪ জনের বেশি একসাথে উঠতে পারবে না।

৪) দুপুরে খাবার সময় প্রত্যেক কর্মীর আলাদা থাকতে হবে।

৫) আইটি সেক্টরের কর্মীদের পিক আপ এন্ড ড্রপ ফেসিলিটির বাবস্থা করতে হবে।

৬) শিফটে কাজ হলে সেক্ষেত্রে ১ ঘন্টার ফারাক থাকতে হবে।

৭) ভিজিটর আসা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়মাবলী –

১) প্রত্যেক কর্মচারীর মাস্ক পড়া বাধ্যতামূলক।

২) থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক করা হয়েছে।

৩) উপযুক্ত পরিমানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৪) আরোগ্য সেতু App ব্যবহার করতে হবে।

৫) প্রত্যেক অফিসে করোনা হাসপাতালের লিস্ট থাকতে হবে।

Advertisement

Related Articles

Back to top button