দেশনিউজ

কপাল জোরে প্রাণে বাঁচলেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

Advertisement
Advertisement

পাটনা: বরাতজোরে বেঁচে গেলেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের কাজ সেরে পাটনায় নামার সময় বিপদের মুখে পড়ে রবিশঙ্কর প্রসাদের হেলিকপ্টার। যদিও পাইলটের দক্ষতার কারণে অল্পের ওপর দিয়ে প্রাণে বাঁচেন কেন্দ্রীয়মন্ত্রী।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, গতকাল, শনিবার বিকেলে নির্বাচনী প্রচারের জন্য বিহারের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ। এরপর বিকেল চারটে নাগাদ ফিরছিলেন তিনি। আর তখন হেলিকপ্টার অবতরণ করার সময় হেলিপ্যাড সংলগ্ন এলাকার কাছে থাকা কাঁটাতারে আটকে যায় হেলিকপ্টারটি। কপ্টারের চারটি ব্লেড এর ফলে ভেঙে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন কেন্দ্রীয়মন্ত্রী। কিন্তু পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নিচে নামেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর এই সফরে তাঁর সঙ্গী ছিলেন মঙ্গল পান্ডে এবং সঞ্জয় ওঝা। তাঁরাও অক্ষত রয়েছেন বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, হেলিপ্যাড সংলগ্ন এলাকার কাছে একটি নির্মীয়মান বিল্ডিং কাঁটাতার দিয়ে ঘেরা ছিল। আর সেই ওভারহেড ওয়ারিং-এর সঙ্গে আটকে গিয়েছিল হেলিকপ্টারটি। বরাত জোরে প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি পেয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। জানা গিয়েছে, তিনি সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়লেও এই মুহূর্তে ভাল আছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button