Today Trending Newsদেশনিউজ

করোনাকালে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র, জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

Advertisement
Advertisement

নয়াদিল্লি: নতুন বছর (New Year) শুরু হতেই করোনাকে (Coronavirus) মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়েছে টিকাকরণ (Vaccination) প্রক্রিয়া। তবে ভ্যাকসিন (Vaccine) প্রদানের কাজ শুরু হলেও করোনা মোকাবিলা এখনও সম্পূর্ণভাবে করা সম্ভব হয়নি। আর তাই এরই মধ্যে করোনাকালে নতুন গাইডলাইন (Guideline) প্রকাশ করল কেন্দ্রীয় সরকার (Central Govt)। এই গাইডলাইনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে সবক্ষেত্রেই কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সংশ্লিষ্ট বিধি সহ কনটেইনমেন্ট জোন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের এই নয়া গাইডলাইন কার্যকর হবে ১ ফেব্রুয়ারি (February) থেকে ও জারি থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement
Advertisement

এবার এক নজরে দেখে নিন, কেন্দ্রের এই নয়া গাইডলাইনে কী কী বলা হয়েছে।…

Advertisement

● আগের মতোই কন্টাইন্মেন্ট জনে নজরদারি চালানো হবে। এক্ষেত্রে নজরদারি চালাবে স্থানীয় প্রশাসন ও পুলিশ। প্রয়োজনে নজরদারি বাড়তে পারে।

Advertisement
Advertisement

● করোনাকালে কেন্দ্রের প্রকাশ করা আগের নিয়মগুলি একইভাবে বহাল থাকবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সব নিয়ম মেনে চলতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।

● কেন্দ্রের এই নয়া গাইডলাইনে সুইমিংপুল ব্যবহারের ক্ষেত্রে আর কোনওরকম বিধি-নিষেধ রইল না। সিনেমাহলগুলিতে ৫০% নয়, আরও বেশি দর্শক প্রবেশে ছাড় দেওয়া হয়েছে। বিশেষ ছাড় দেওয়া হয়েছে বিমানযাত্রার ক্ষেত্রেও।

● কনটেইনমেন্ট জোনের বাইরে সবরকম পরিষেবা চালু থাকবে। ২০০ জন নিয়ে যে কোনও জমায়েত, অনুষ্ঠান করা যাবে।

● অন্তরাষ্ট্র ও আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা নেই। পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনও বাধা রইল না। এক্ষেত্রে আলাদা করে অনুমতির কোনও প্রয়োজন নেই।

● ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি সহ অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের কম শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

● আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক।

Advertisement

Related Articles

Back to top button