কেন্দ্র সরকারের সিদ্ধান্ত এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে বেতন, শীত পড়ার আগে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া

কেন্দ্রীয় কর্মীদের জন্য একাধিক সুখবর অপেক্ষা করে রয়েছে। সরকার শীঘ্রই কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের সাথে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে চলেছে, যা একটি সুসংবাদের মতো হবে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলে মূল বেতনে রেকর্ড বৃদ্ধি সম্ভব বলে মনে করা হয়। এ ছাড়া আটকে থাকা ডিএ মিটিয়ে দিতে পারে সরকার। যদিও কেন্দ্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই দুই বিষয়ের ব্যাপারে কোনো ঘোষণা না করলেও শিগগিরই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকার ফিটমেন্ট ফ্যাক্টরকে ২.৬০ গুণ থেকে বাড়িয়ে ৩.০ গুণ করতে পারে বলে অনেকের ধারণা। সম্ভাবনা সত্যি হলে কর্মীদের জন্য সেটা হবে বড় বৃদ্ধি। এর ফলে পরে ন্যূনতম মূল বেতন ৮০০০ টাকা বেড়ে যেতে পারে।

DA Hike

যদি কারো ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা হয় তবে এটি ২৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই অনুযায়ী, বছরে প্রায় ৯৬,০০০ টাকা বৃদ্ধি পাবে, যা মুদ্রাস্ফীতির বাজারে অনেকটা স্বস্তির হবে। সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা না করলেও কর্মীরা ইতিমধ্যে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। এ ছাড়া ডিএ বকেয়া নিয়েও বড় ঘোষণা করতে পারে সরকার।

কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে আটকে থাকা ডিএ বকেয়া টাকা পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে কর্মচারীদের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমণের সময়ে কেন্দ্র সরকার তিন-অর্ধেক ডিএ বকেয়া স্থগিত রেখেছিল। এরপর থেকে কর্মচারী ও পেনশনভোগীরা ক্রমাগত ডিএ বকেয়া দাবি করে আসছেন। এখন লোকসভা নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। এমন সময় সরকার বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে।