নিউজদেশ

পড়ুয়াদের ৫০ হাজার টাকা করে দেবে মোদি সরকার, কারা পাবেন কিভাবে পাবেন জেনে নিন

কেন্দ্রীয় সরকারের একাধিক স্কলারশিপের স্কিম রয়েছে যেখানে পড়ুয়াদের সর্বাধিক ৫০,০০০ টাকা পর্যন্ত মাসে দেওয়া হয়ে থাকে পড়াশোনার খরচ চালানোর জন্য

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে একাধিক স্কলারশিপের স্কিম রয়েছে যেখানে পড়ুয়ারা সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। হাজার হাজার জনকে এই স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে কারা পাবে এই স্কলারশিপ এবং এর যোগ্যতা কি?

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষভাবে অক্ষম প্রার্থীদের জন্য যারা কারিগরি শিক্ষা নিতে চায় তাদের জন্য এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার মনে করছে, যারা এই মুহূর্তে বিশেষভাবে সক্ষম তাদেরকেও সমান সুযোগ দেওয়া উচিত এবং সেই কারণেই এই স্কলারশিপের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের স্কলারশিপ সাধারণত দিয়ে থেকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

Advertisement

তবে এই স্কলারশিপ নেওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগবে। এই স্কলারশিপ তারাই পাবেন যারা ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে পড়ছেন। তাদের উচ্চ স্তরের শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ অক্টোবর ৩১। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের অনলাইনে সম্পূর্ণ আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, এতে পড়ুয়াদের জন্য প্রতি বছর ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়া হবে টিউশন ফি। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ হাজার টাকা দেওয়া হবে যাতে তারা প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারেন।

Advertisement
Advertisement

এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা হল, আবেদনকারীকে অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে। AICTE দ্বারা স্বীকৃত একটি ইনস্টিটিউট থেকে ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র তাকে হতে হবে। প্রার্থীর ন্যূনতম ৪০ শতাংশ অক্ষমতা সার্টিফিকেট থাকতে হবে। বার্ষিক আয় সর্বাধিক ৪ লক্ষ টাকার মধ্যে হতে হবে। কোর্স চলাকালীন অন্যান্য সরকারি প্রোগ্রামের অধীনে বৃত্তির আকারে শিক্ষার্থীর কোন আর্থিক পুরস্কার পাওয়া চলবেনা। অফিসিয়াল ওয়েবসাইট scholarship.gov.in এ গিয়ে ওই প্রার্থীকে পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন করতে হবে।

Advertisement

Related Articles

Back to top button