Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

এবার থেকে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে না, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

যদি সেরকম কোন সমস্যা হয় তাহলে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

Advertisement
Advertisement

শীতল কুচি কাণ্ডের পর বেশ কিছুটা চাপের মুখে নির্বাচন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই নির্দেশিকা দিয়ে এবারের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ২০০ মিটারের মধ্যে কোন জটলা হলেও কোন ভাবেই ওপেন ফায়ারিং করা যাবে না। কিছুদিন আগে কোচবিহারে মাথাভাঙ্গা এলাকার শীতল কুচি এলাকায় জওয়ানদের গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement
Advertisement

তারপর এই নির্বাচন কমিশনের নির্দেশ, যদি এরকম কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে গুলি করবেন না, পরিবর্তে সিআরপিসি ধারা ১৫৮ এবং ১৮৮ এ আটক করুন। তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। রাজ্য নির্বাচনী পর্যবেক্ষক, মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন নতুন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।

Advertisement

সেখানে তিনি বিশেষ করে কোচবিহারের ওই ঘটনার কথা তুলে ধরলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এবার থেকে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে না। এমনকি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার মধ্যে কোন এরকম কিছু ভুল নেই। তার পাশাপাশি ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে সেটি সত্যতা যাচাই করা হচ্ছে বলে তিনি জানিয়ে দিয়েছেন।

Advertisement
Advertisement

কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এক দফায় ভোট করা কোনভাবেই সম্ভব নয়। এই কাজ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী যত পরিমাণ লাগবে ততটা পরিমাণ কিন্তু আনা নেই। তার ফলে এই মুহূর্তে আয়োজন করা সম্ভব নয় এক দফার মধ্যে বাকি সমস্ত নির্বাচন। শুক্রবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রাজ্য নির্বাচনী আধিকারিক এর।

Advertisement

Related Articles

Back to top button