Today Trending Newsদেশনিউজ

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষন ঘোষণা

Advertisement
Advertisement

বেশ কয়েকমাস ধরে করোনা ভাইরাস আমাদের জীবনে ডেকে এনেছে নানা বিপর্যয়, কেউ চাকরি হারাচ্ছেন তো কেউ প্রাণ, করোনা আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে স্বাভাবিকতা। যার প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রেও। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারনে বন্ধ হয়ে যায় বোর্ডের পরীক্ষা, গত ১৯ থেকে ৩১ শে মার্চের মধ্যে সিবিএসই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তাতে বাধা হয়ে দাড়ায় করোনা, হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা যার ফলে সতর্কতা অবলম্বন করতে শুরু হয় লকডাউন, স্থগিত হয়ে যায় পরীক্ষা।

Advertisement
Advertisement

স্থগিত থাকা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার কবে হবে তা জানানো হল। পরিস্থিতি কিছুটা ঠিক হলে পরীক্ষা শুরু নির্দেশিকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল আগেই। শুক্রবার এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে আগামী ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে উক্ত পরীক্ষাগুলি সম্পন্ন করে ফেলতে হবে।

Advertisement

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগেই জানিয়েছে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদে পাশ করিয়ে দেওয়া হবে পরবর্তী শ্রেণিতে, নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে ক্লাস টেস্ট ই বিবেচ্য হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button