দেশনিউজ

চিটফান্ড তদন্তের অগ্রগতিতে দিল্লিতে জরুরি বৈঠকে সিবিআই কর্তারা

Advertisement
Advertisement

দিল্লি চায় যত দ্রুত সম্ভব চিটফান্ড তদন্তে অগ্রগতি হোক। তার জন্যই বৈঠকের ডাক দেয় সিবিআই। দিল্লি লোধি রোডে সি বি আই এর সদর দপ্তরএ ডাকা হয় কলকাতা সিবিআই কর্তাদের। সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা কলকাতা সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব কে ডেকে পাঠান।

Advertisement
Advertisement

শুক্রবারে কলকাতার অন্যান্য বিভাগীয় প্রধান এবং পঙ্কজ শ্রীবাস্তব পৌঁছে গিয়েছিলেন দিল্লি রোডের সদর দপ্তরে। আজ অর্থাৎ শনিবার সকাল থেকে শুরু হয়েছে এ বৈঠক চলবে ১২ টা পর্যন্ত। তবে একদিন এ এই বৈঠক শেষ হয়ে যাবে না চলবে আরো বেশ কয়েক দিন ধরে।

Advertisement

সিবিআই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব চিটফান্ডের এই মামলার একটার শুনানি হোক। সারদা, রোজভ্যালি আইকোর, এম পিএস, অ্যালকেমিস্ট , প্রয়াগ এই ৬ টি সংস্থার মামলাকে বেশি করে দেখার ব্যবস্থা করা হচ্ছে। চিটফান্ডের আলোচনার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এরকম জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button