নিউজরাজ্য

নারদা কান্ডে নড়েচড়ে বসলো সিবিআই, ডেকে পাঠানো হল ১০ জন অভিযুক্তদের!

Advertisement
Advertisement

অরূপ মাহাত: নারদা কান্ডের ফাইল নেড়েচেড়ে দেখল সিবিআই। সেই সূত্রে তলব করা হল বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসে। যাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা হাত পেতে ঘুষ নিচ্ছেন। ম্যাথু স্যামুয়েল নামের এক সাংবাদিক এই স্টিং অপারেশনটি চালায়। প্রথমে ভিডিওটিকে জাল বলে দাবি করলেও পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো ঘটনাটিকে দলীয় তহবিলে নির্বাচনী অনুদান বলে উল্লেখ করা হয়। যদিও স্টিং অপারেশন চালানো সেই সাংবাদিক নির্দিষ্ট ভাবে ঘুষ দেওয়ার কথা অভিযোগে উল্লেখ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর থেকেই বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত তৃণমূল নেতাদের সাথে সাথে ম্যাথু স্যামুয়েলকেও ডেকে পাঠায় সিবিআই।

Advertisement
Advertisement

সেই ঘটনাকে কেন্দ্র করেই এবারও অভিযুক্ত তৃণমূল নেতা সহ মোট দশ জনকে তলব করেছে সিবিআই। তদন্তের স্বার্থে এই দশ অভিযুক্তকে আগামী এক সপ্তাহের মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, কাকলী ঘোষ দস্তিদার, সুব্রত মুখোপাধ্যায়, অধুনা বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়, আইপিএস মির্জা সহ মোট দশ জনের। তাদের গলার স্বর মিলিয়ে দেখা হবে বলে খবর।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button