দেশনিউজ

লকডাউন না মেনে রাস্তায় বেরোলেই বাজেয়াপ্ত করা হবে বাইক, স্কুটার এবং গাড়ি

Advertisement
Advertisement

করোনা আক্রান্তে জর্জরিত গোটা বিশ্ব। সংক্রমিত দেশগুলি সবরকম চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন দেশজুড়ে। তবে সাধারণ মানুষ প্রথম কয়েকদিন এটি মেনে চললেও, ধীরে ধীরে তা মানার অভিযোগ উঠছে বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় জমায়েতের কথা জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিলো প্রশাসন।

Advertisement
Advertisement

এবার লকডাউন অমান্য করে রাস্তায় বেরোলেই বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি বা বাইক। এখনো পর্যন্ত মোট ৭৭টি বাইক, স্কুটার এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও গাড়ির চালক ও যাত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানান, “গত তিন দিনে হঠাৎ করেই রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। কোনো দিক থেকেই এটিকে লকডাউন মনে হয়নি বরং গ্রীষ্মে রবিবারের দুপুর বলে মনে হয়েছে।” লকডাউনের শুরুতে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল তা আলগা হতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীকেও জানানো হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button