আবারো একটি গাড়ি উল্টো হয়ে রাস্তার মধ্যে ডুবে যাওয়ার ঘটনা ঘটলো ভারতে। এইবারের ঘটনাটি ঘটেছে দিল্লিতে যেখানে প্রবল বৃষ্টিতে একটি গাড়ি রাস্তার ভিতরে উল্টো হয়ে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার থেকেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে, যার জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে দিল্লি। তারই মধ্যে দ্বারকার কাছে রাস্তা ধসে গিয়ে মাটির মধ্যে উল্টো হয়ে ঢুকে গেল একটি গাড়ি। পরে সেই গাড়িটিকে ক্রেন দিয়ে তুলে বের করা হয়। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দ্বারকা সেক্টর ১৮ এর কাছে একটি জায়গায় মাঝ বরাবর রাস্তায় কিছু এলাকা ধসে যায়। এই ধসের সামনাসামনি থাকার কারণে ওই গাড়িটি একেবারে উল্টোভাবে সরাসরি গর্তের মধ্যে ঢুকে যায়। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল এবং সেই গাড়িটিকে ক্রেন দিয়ে তোলা হয়।
সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। দিল্লির বিভিন্ন জায়গা যেমন আইটিও, রিং রোড, রোহতক, পালাম, প্রগতি ময়দান, কিশান্গঞ্জ রেল আন্ডারপাস সহ রাজধানীর একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও কলোনি এবং বাজারসহ নিচু এলাকাগুলো জলের তলায় চলে গিয়েছে। দিল্লির নারেলা বাজারের যে ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাকে দেখা যাচ্ছে মানুষ কার্যত এই বৃষ্টিতে এক হাঁটু জল দিয়ে হেঁটে যাচ্ছেন।
দিল্লি সরকার এবং পূর্ত দফতরে তরফ থেকে এই জল নামানোর জন্য প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু জলের পরিমাণ এতটাই বেশি এবং যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে জল নামানো খুব একটা সহজ কাজ হবে না। অন্যদিকে আবার এই প্রবল জমা জলের কারণে বিভিন্ন জায়গায় প্রবল যানজট তৈরি হয়েছে। মথুরা রোড, রিং রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একেবারে ধীর গতিতে গাড়ি চলছে। যে রাস্তা পার করতে মাত্র ১০মিনিট সময় লাগে সেই রাস্তায় প্রায় দু’ঘণ্টা মত সময় লেগে যাচ্ছে। পাশাপাশি এই বৃষ্টির জেরে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লিতে। জানা যাচ্ছে, প্রহ্লাদপুর রেল আন্ডারপাসে জমা জলে ডুবে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই জমা জলের পাশে দাঁড়িয়ে নাকি সেই ছেলেটি সেলফি তুলছিল, সেই সময় হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে জমা জলের মধ্যে পড়ে যায় ছেলেটি। তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।