ক্রিকেটখেলা

এর থেকে ভালো কিছু আর হতে পারে না : সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
Advertisement

ভারতীয় দল গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে চলেছে প্রথমবারের মতো। এর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাই এই ম্যাচ তার কাছেও যেন এক পরীক্ষা। তিনি দায়িত্ব নিয়েছিলেন বিরাট কোহলি কে রাজি করানোর। বিরাট রাজি হওয়ার পর বাংলাদেশকে রাজি করানো হয়।

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেটের মক্কা বলা হয় ইডেন গার্ডেন কে। অনেক ক্রিকেট ইতিহাসের সাক্ষী আছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম। ভারতের প্রথম গোলাপি বলের টেস্টের জন্য এর থেকে ভালো স্টেডিয়াম আর হতে পারে না বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আরও একবার ইতিহাস গড়ার অপেক্ষায় প্রহর গুনছে ইডেন গার্ডেন। উৎসবের মেজাজে শহর কলকাতাও।

Advertisement

গোলাপি বলে টেস্ট উপলক্ষে ইডেনকে গোলাপি আলোয় মুড়ে ফেলা হয়েছে। সন্ধ্যের পর মায়াবী হয়ে উঠছে ইডেন। ইডেনের পাশাপাশি সংলগ্ন শহীদ মিনার, অনেকগুলি বহুতল ও পার্ককেও গোলাপী আলোয় মুড়ে ফেলা হয়েছে। সেই চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৌরভ গাঙ্গুলী। তার সাথে বলেন “এর থেকে ভালো আর হতে পারে না”।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button