নিউজরাজ্য

বাড়িতে বসেই অনলাইনে দেওয়া যাবে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা, জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়

Advertisement
Advertisement

কলকাতা : গতকালই ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয় ইউজিসি নির্দেশিকা মেনেই ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে হবে স্নাতক, স্নাতকোত্তরের চুড়ান্ত বর্ষের পরীক্ষা। সব নিয়ম বিধি মেনেই  সমস্ত বিষয়ে অনলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ আর পরীক্ষা শেষে তেরো দিনের মাথায় অর্থাৎ ৩১ অক্টোবরের মধ্যে হবে ফলপ্রকাশ৷

Advertisement
Advertisement

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার ওপর ভিত্তি করে এবং সিলেবাস অনুযায়ী নেওয়া হবে এই পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে অনলাইনে৷ পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেওয়া ও উত্তরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে পাবে ২৪ ঘণ্টার সময়সীমা৷ সব মিলিয়ে করোনা আবহে এতোদিন ঝুলে ছিলো স্নাতক, স্নাতকোত্তরের চুড়ান্ত বর্ষের পরীক্ষা । অবশেষে সব সমস্যা পেড়িয়ে আগামি মাস থেকে  হতে চলেছে সব পরীক্ষা।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button