ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Electric Scooter: মাত্র ২১ হাজার টাকার ডাউনপেমেন্টে নতুন ইলেকট্রিক স্কুটার, দারুন সার্ভিসের প্রতিশ্রুতি

বাজাজ কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে বেশ জনপ্রিয়

Advertisement
Advertisement

বাজাজ চেতক স্কুটার ভারতীয় বাজারে একটি শক্তিশালী বৈদ্যুতিক স্কুটার। এটি তার স্টাইলিশ লুক দিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করছে। মডেল হিসেবে দেখতে গেলে কিছুটা পুরনো হলেও, এখনো এই মডেলের ইলেকট্রিক স্কুটার বেশ জনপ্রিয় বাজারে। বর্তমানে যখন পেট্রোল এবং ডিজেলের দাম এতটা বেশি, সেই সময় বাজার চেতকের মত ইলেকট্রিক স্কুটার কিনতে সবাই বেশ আগ্রহী। বাজেট কম থাকলেও এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে। সম্প্রতি এই ইলেকট্রিক স্কুটারের একটি নতুন প্ল্যান হাজির হয়েছে ভারতীয় বাজারের জন্য। কম বাজেট থাকলে ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন আপনি। অথবা আপনি ইএমআই ব্যবহার করে এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন। এর অর্থ হল যে আপনি কিছু ডাউন পেমেন্ট দিয়ে এই বৈদ্যুতিক স্কুটারটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। আসুন আমরা এই স্কুটারটির দাম এবং EMI প্ল্যানও দেখি।

Advertisement
Advertisement

কত টাকা দিয়ে কিনতে পারবেন বাজাজ চেতক?

আপনি যদি EMI প্ল্যান সহ Bajaj Chetak 2901 কিনতে চান, আপনি EMI প্ল্যান সহ এই স্কুটারটি কিনতে পারেন। এতে আপনাকে কিছু ডাউন পেমেন্ট করতে হবে বেশিরভাগ কোম্পানি স্কুটারের দামের ১০-৩০ শতাংশ ডাউন পেমেন্ট চায়। Bajaj Chetak 2901 ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম মূল্য ১,০৫,০৫৬ টাকা। আপনি যদি এই স্কুটারের জন্য ২০% ডাউন পেমেন্ট করেন। তাই আপনাকে ২১,০১১ টাকা দিতে হবে। দ্বিতীয় মূল্যের জন্য আপনাকে মাসিক ইএমআই দিতে হবে। এতে আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী সময় বেছে নিতে পারেন। অল্প সময়ের জন্য ঋণ রাখলে, আপনাকে EMI প্ল্যানে কম সুদ দিতে হবে।

Advertisement

ঋণ পরিশোধ করতে কত সময় পাবেন

আপনাদের জানিয়ে রাখি বাজাজ ইলেকট্রিক স্কুটারে ঋণ পরিশোধের জন্য EMI প্ল্যানের জন্য, উপলব্ধ সময় ১২ মাস থেকে ৭২ মাস পর্যন্ত। তার মানে আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী ১২ মাস থেকে ৭২ মাস পর্যন্ত সময় বেছে নিতে পারেন। আপনি যদি ইএমআই প্ল্যান সম্পর্কে তথ্য পেতে চান, তাহলে আপনি অনলাইন ক্যালকুলেটরে সুদ এবং ডাউন পেমেন্ট প্রবেশ করে আপনার ইএমআই এর টাকার পরিমাণ পরীক্ষা করতে পারেন। আপনি দেখতে পারবেন কত টাকা আপনাকে দিতে হবে এবং কত সুদ দিতে হবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button