নিউজদেশ

LPG GAS: মাত্র ৬৪০ টাকায় কিনে নিন এলপিজি গ্যাস সিলিন্ডার, সুযোগ মিস করলে পরে আফসোস করবেন

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯৪০ টাকা করে চলছে

Advertisement
Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই উৎসবের মরশুমে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।

Advertisement
Advertisement

যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ সিলিন্ডারের দাম এখন ৯৪০ টাকা করে চলছে। তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকিও দিচ্ছে। সরকার কিছুদিন আগে গ্যাস সিলিন্ডারের ওপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিত সরকার। কিছুক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে।

Advertisement

৯৪০ টাকার গ্যাস সিলিন্ডারে আপনি যদি ৩০০ টাকা ভর্তুকি পান, তাহলে গ্যাস সিলিন্ডার কিনতে আপনাকে খরচ করতে হবে ৬৪০ টাকা। এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের সাথে যুক্ত ৯.৫ কোটি মানুষ এর সুবিধা পাবেন। আর কিছুদিনের মধ্যেই আছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। আর জনগনকে আকৃষ্ট করার জন্য এটা যে বড় পদক্ষেপ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ছট পুজোর আগে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামেও ৫০ টাকা কমিয়েছে সরকার। এরফলে ব্যাপক খুশি হয়েছেন সাধারণ মানুষ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button