টেক বার্তা

৩৫ হাজার টাকা দিয়ে কিনে ফেলুন ইলেকট্রিক Hero Splendor, জেনে নিন কীভাবে

এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেল চালিত বাইকের পরিবর্তে ইলেকট্রিক চালিত বাইক অনেক বেশি জনপ্রিয় ভারতে

Advertisement
Advertisement

ভারতীয় বাজারে আজ পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক চালিত যানবাহন। এই সমস্ত ইলেকট্রিক চালিত যানবাহনে আপনারা অনেক কম খরচের মধ্যেই যাতায়াত করতে পারেন এবং এতে আপনাদের বিদ্যুতের খরচ অনেকটা কম থাকে। এর ফলে আপনার বাজেট অনেকটাই কন্ট্রোল এর মধ্যে থাকে এবং আপনার প্রত্যেকদিনের খরচ অনেকটা কম থাকে। ইলেকট্রিক গাড়ি এবং বাইকের দাম কিছুটা বেশি হলেও পরবর্তীতে এই ধরনের গাড়ি আপনার বাজেট অনেকটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারে। এই মুহূর্তে অনেকেই এমন আছেন যারা পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির পরিবর্তে বিদ্যুৎ চালিত গাড়ির দিকে অগ্রসর হতে শুরু করেছেন। আপনিও যদি সেরকম মানুষ হন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন খবর। আপনারাও কিন্তু এই ধরনের বাইকের জন্য তৈরি কনভার্শন কিট ব্যবহার করে আপনার পুরনো পেট্রোল চালিত বাইক কে ইলেকট্রিক বাইক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একেবারে নতুন বাইকের মত সমস্ত সুবিধা পেয়ে যাবেন। দুর্দান্ত রেঞ্জ থাকার পাশাপাশি ইলেকট্রিক বাইকের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আরো বেশ কিছু অতিরিক্ত সুবিধা যা এই মুহূর্তে কনভারশন কিটের চাহিদা আরো বহু বলে বাড়িয়ে দিয়েছে।

Advertisement
Advertisement

এই ধরনের বাইকের মধ্যে অন্যতম জনপ্রিয় বাইক হল হিরো স্প্লেন্ডার। এই বাইকটি ইলেকট্রিক সেগমেন্টের বাইক না হলেও, সম্প্রতি এই বাইকের একটি ইলেকট্রিক কনভারশন কিট মার্কেটে নিয়ে আসা হয়েছে। মুম্বাই এর কোম্পানি গোগো এ ওয়ান এই বিশেষ কনভারশন কিট তৈরি করেছেন এবং হিরো স্প্লেন্ডার বাইক এর জন্য এই কিট বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছেন। আপনার বাইকে যদি আরটিও লাইসেন্স থাকে, তাহলে আপনি নিজের পুরনো বাইকে খুবই সহজে এই কনভারশন কিট যোগ করে সেই বাইকটিকে আবারো নতুন করে চালাতে পারেন। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে এই কনভার্শন কিটের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছে। এই কনভারশন কিটের আরো একটি সুবিধা রয়েছে। যদি আপনার বাইকে কোনোভাবে বিদ্যুৎ শেষ হয়ে যায় তাহলে আপনি একটি অতিরিক্ত ব্যাটারি কিনেও এই বাইকটিকে আরো বেশ কিছুক্ষণ চালাতে পারেন।

Advertisement

দামের দিক থেকেও এই কনভারশন কিট অত্যন্ত সস্তা। মাত্র ৩৫ হাজার টাকার মধ্যেই আপনারা এই ইলেকট্রিক কনভারশন কিট কিনে ফেলতে পারবেন এবং আপনার হিরো স্প্লেন্ডার বাইকের সঙ্গে সেট করে ইলেকট্রিক হিরো স্প্লেন্ডার চালাতে পারবেন। তবে আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের টপ স্পিড ৭৫ কিলোমিটার থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। তবে আপনার কাছে যদি এই মুহূর্তে কোন ব্যবহৃত পুরনো বাইক না থাকে তাহলে হয়তো আপনাকে এই মুহূর্তে একটি হিরো স্প্লেন্ডার কিনতে হবে। পুরনো বাইক আপনারা বাইক দেখো ওয়েবসাইটের মত কিছু ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই বাইক দুই হাজার ওয়াটের মোটরের পাশাপাশি ৬৩ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।

Advertisement
Advertisement

অন্যদিকে স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকের রূপান্তরণ কিট এর সঙ্গে যুক্ত ব্যাটারি ৭২ ভোল্ট এবং ৪০ এম্পিয়ার ঘন্টা শক্তি দিতে পারে। এই ব্যাটারিটি মূলত লিথিয়াম আয়ন চালিত এবং এই সেটের সম্পূর্ণ দাম ৫৫৬০৬ টাকা। অন্যদিকে, এই মুহূর্তে পুরনো হিরো স্প্লেন্ডার বাইক এর দাম মোটামুটি ৩৫ হাজার টাকা। যদি সেই পুরনো স্প্লেন্ডারে আরটিও লাইসেন্স করানো থাকে, তাহলে ৫৫ হাজার টাকা দিয়ে এই সেট কিনে মাত্র ৩৫ হাজার টাকা অতিরিক্ত খরচ করে আপনারা খুবই সহজে আপনার পছন্দসই বাইক চালাতে পারেন। পাশাপাশি গোগো এ ওয়ান কোম্পানি তরফ থেকে একটি নতুন অফারও আনা হয়েছে। এই অফারে জানানো হচ্ছে, আগামী তিন বছরের জন্য আপনাকে কিন্তু কোন রকম অতিরিক্ত শুল্ক দিতে হবে না এই নতুন ইলেকট্রিক কিটের জন্য।

Advertisement

Related Articles

Back to top button