ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: একবার এই ব্যবসা শুরু করুন, প্রতি মাসে বাম্পার ইনকাম হবে

আপনি যদি সহজে প্রচুর টাকা রোজগার করতে চান তাহলে আপনার কাছে এটাই কিন্তু শেষ সুযোগ

Advertisement

আপনি যদি আউট অফ দা বক্স নতুন কিছু একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে এটাই আপনার জন্য সবথেকে ভালো সুযোগ। আমরা আপনাকে এমন একটি ব্যবসার ধারণা দিতে চলেছি যেখানে খুব কম খরচে আপনারা দারুণ টাকার একটা বিজনেস তৈরি করতে পারবেন। এটা একটা এমন ব্যবসা যেখানে প্রতিযোগিতা খুবই কম। আমরা আপনাকে জানাতে চলেছি সুপারি চাষের বিষয়টা নিয়ে। সারা বিশ্বের সুপারি সবথেকে বেশি উৎপাদিত হয় ভারতে। সারা বিশ্বের সুপারি উৎপাদনের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সুপারি উৎপাদনের প্রায় ৫০ শতাংশ কিন্তু ভারতেই তৈরি হয়। পান গুটকা থেকে শুরু করে ধর্মীয় উদ্দেশ্যেও কিন্তু এই সুপারি ব্যবহার করা হতে পারে। যেকোনো মাটিতে সুপারি চাষ করা যায়। তবে দোআঁশ এঁটেল মাটিতে সব থেকে ভালো সুপারি তৈরি হয়।

সুপারি গাছ মোটামুটি ৫০ থেকে ৬০ ফুট উচ্চতার হয় এবং এটা দেখতে অনেকটা নারকেল গাছের মতো লম্বা। সাত থেকে আট বছরের পর এই গাছে ফল ধরতে শুরু করে। আপনি যদি একবারে এটা চাষ করেন তাহলে আপনি বহু দশক ধরে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন একটা গাছ থেকে। একবার সুপারিশ তারা রোপন করলে সেখানে বহু বছর ধরে সুপারি তৈরি হতে পারে। তবে এখানে নিষ্কাশন ব্যবস্থা একটু ভালো থাকতে হয়। যদি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকে এবং জলাবদ্ধ অবস্থায় থাকে মাটি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে।

কিভাবে সুপারি চাষ করবেন?

বীজ থেকে চারা তৈরি করে অর্থাৎ নার্সারি প্রযুক্তির মাধ্যমে আপনারা সুপারি চাষ করতে পারেন। আপনাকে এমন জায়গাতে গাছ রোপন করতে হবে যেখানে জলের প্রবাহ ভালো থাকতে হবে। প্রথমে আপনাকে বীজ বেড তৈরি করতে হবে। এরপরে এই বীজ গাছের আকারে রোপণ করতে হবে। গাছ তৈরি হয়ে গেলে, জমিতে সঠিকভাবে রোপন করতে হবে এই সুপারি চারা। গাছের গোড়ায় কোনভাবেই জল জমতে দেওয়া যাবেনা। জলের ভালো প্রবাহের জন্য ছোট ড্রেন তৈরি করতে পারেন আপনি। জুলাই মাসে সুপারি চাষ করা সব থেকে ভালো। আর সারের জন্য গোবর বা কম্পোস্ট সার আপনি ব্যবহার করতে পারবেন।

সুপারি চাষ থেকে কত আয় হবে?

সুপারি গাছের তিন-চতুর্থাংশ পাকা হলেই ফল তুলতে হবে। বাজারে সুপারি ভালো দামে বিক্রি হয়। এর দাম প্রতি কেজি প্রায় ৪০০ থেকে ৭০০ টাকা হবে এবং এটি সহজেই বিক্রি হবে। এমতাবস্থায় এক একরে সুপারি চাষ করলে বাম্পার লাভ পাওয়া যায়। গাছের সংখ্যার উপর ভিত্তি করে মুনাফা কোটি টাকায় পৌঁছাতে পারে। এই গাছগুলি প্রায় ৭০ বছর ধরে লাভ দেয়।

Related Articles

Back to top button