দেশনিউজ

ঘণ্টায় গতি ১০০ কিমি, শক্তি বাড়িয়ে আজই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুরেভি

Advertisement
Advertisement

নয়াদিল্লি: একে তো করোনা পরিস্থিতি, তার জেরেই লকডাউন এবং তারপর একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হচ্ছে গোটা দেশ। প্রথমে আমফান তারপর নিসর্গ, এখনও পর্যন্ত সবশেষে নিভার কার্যত লন্ডভন্ড করে দিয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলকে। আর এবার আসতে চলেছে ঘূর্ণিঝড় বুরেভি। শক্তি বাড়িয়ে আজ, বুধবার রাতেই শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তারপর গতিপথ পরিবর্তন করে ফের শুক্রবার সকালে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। তখন কন্যাকুমারীর কাছে প্রায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

Advertisement
Advertisement

তবে ঘূর্ণিঝড় গতি পরিবর্তন করার সময় কিছুটা হলেও কমবে তার দাপট। তখন হাওয়ার গতিবেগ কিছুটা কমে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় হবে।ফের অভিমুখ পরিবর্তন করে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে ঘূর্ণিঝড়।কিছুটা শক্তি বাড়িয়ে তা তামিলনাডু, কন্যাকুমারীর কাছাকাছি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। তারপর শুক্রবার সকালে ঘূর্ণিঝড় পৌছবে তামিলনাড়ু উপকূলে। সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হবে, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

Advertisement

কিন্তু বুরেভির প্রভাবে কেরালা ও তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলা ক্ষতির আশঙ্কা রয়েছে। সেখানে প্রবল বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রবল শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় আসলেও এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আজ কলকাতা সহ রাজ্যে তাপমাত্রা সামান্য বাড়লেও চলতি সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯৬ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button