ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bullet ৩৫০ এর ঐতিহ্যকে ব্রেক করতে আসছে নতুন Jawa ৩৫০, জানুন সব ফিচার

ভারতের বাজারে JAWA কোম্পানির বাইক এমনিতেই বেশ জনপ্রিয়

Advertisement
Advertisement

৩৫০ সিসি মার্কেটে রয়েল এনফিল্ড কোম্পানির বুলেট বাইক সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি। বলতে গেলে এই বাইকের সামনে ভারতের অন্য কোন বাইক টিকতে পারে না এই ৩৫০ সিসি রেঞ্জের। দুর্দান্ত ক্লাসিক ডিজাইন, এবং দারুণ ইঞ্জিন এবং সাপোর্ট এর জন্য এই বাইকটি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় বাইক হয়ে উঠেছে এখনকার দিনে। তবে এখনকার দিনে শুধুমাত্র বুলেট নয়, এর পাশাপাশি আরও একটি বাইক ভারতের বাজারে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই বাইকটির নাম হলো JAWA ৩৫০। এই বাইকে আপনারা পেয়ে যাবেন মডার্ন এবং রেট্রো স্টাইলের একটি ব্লেন্ড। ৩৫০ সিসি মার্কেটে এখনকার দিনে সবথেকে জনপ্রিয় বাইক হতে চলেছে যাওয়া কোম্পানির এই বাইকটি। ভারতের বাজারে ক্লাসিক JAWA ৩৫০ কি সরাসরি বুলেটকে টেক্কা দিতে পারবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

JAWA কোম্পানির এই বাইকে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত ক্লাসিক ডিজাইন। এর সাথেই এই বাইকে থাকবে কিছু মর্ডান ডিজাইন এলিমেন্ট। এই বাইকে একটি টিয়ার ড্রপ শেপ ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। বাইকটিতে পেয়ে যাবেন ক্রোম এক্সেন্ট। তার সাথেই রয়েছে গোল্ড হেড ল্যাম্প এবং নস্টালজিয়াকে আরো একবার নিয়ে আসার জন্য রয়েছে সরু এলইডি টেইল লাইট। এই বাইকের সাইড প্যানেলে কিছু মডার্ন ডিজাইন ব্যবহার করা হয়েছে। বুলেট ৩৫০ বাইকে এখনো পর্যন্ত তার ট্রেডিশনাল ফর্ম রয়েছে। এই বাইকটিতে আপনারা এমন কিছু ফিচার দেখতে পাবেন যা সাধারণভাবে অন্যান্য বাইকে দেখা যায় না। একেবারে ভিন্টেজ ডিজাইনের দুটি বাইক আপনার নজর কাড়বে।

Advertisement

ইঞ্জিন এবং টেকনোলজির দিক থেকেও বুলেট ৩৫০ এবং জাভা ৩৫০ প্রায় একই রকম। তবে JAWA ৩৫০ বাইকে এমন কিছু ফিচার রয়েছে যেটা কিন্তু আপনি বুলেটে পাবেন না। অর্থাৎ কিছুটা হলেও ফিচারের দিক থেকে জাভা এগিয়ে রয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্যাকোমিটার, নেভিগেশন বাটন এবং ফুয়েলগজ। এছাড়াও এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ইউ এস বি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি এবং সাইট স্ট্যান্ড সেনসর। তবে বুলেট বাইকে এই সমস্ত ফিচার কিন্তু পাওয়া যায় না। তাই বলতে গেলে ফিচারের দিক থেকে এই বাইক অনেকটা বেশি উন্নত।

Advertisement
Advertisement

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৩৩৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২২.৫৭ ps পাওয়ার উৎপন্ন করতে পারে এবং ২৮.৯ nm সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। তবে অন্যান্য মোটরসাইকেল কিন্তু এই বাজেটে এরকম ইঞ্জিন দিতে পারেনা। শহরের মধ্যে চালানোর জন্য এই বাইকটি দুর্দান্ত। অন্যদিকে বুলেট ৩৫০ বাইকের রয়েছে একটি ৩৪৬ সিসি ইঞ্জিন। পরে ইঞ্জিনের দিক থেকে বুলেট এগিয়ে। মাইলেজ jawa ৩৫০ বাইকে আপনারা বেশি পাবেন। মোটামুটি ৩০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন এই বাইকের সাথে। এই বাইকের দাম শুরু হচ্ছে ১.৬৪ লক্ষ টাকা থেকে। ফলে বুলেট ৩৫০ এর তুলনায় অনেকটা সস্তায় আপনি এই বাইক পাচ্ছেন।

Advertisement

Related Articles

Back to top button