ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

BSNL Hit Plan: মাত্র ৭৯৭ টাকায় ১২ মাসের জন্য বলুন কথা, ডেটা এসএমএস এবং সবকিছুই পাবেন বিনামূল্যে

BSNL-এর এই প্ল্যান আপনার সমস্ত প্রয়োজনকে পূরণ করতে পারে

×
Advertisement

বিএসএনএল তার সস্তা এবং সাশ্রয় বার্ষিক প্ল্যানের জন্য ভারতে বেশ পরিচিত। ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৭৯৭ টাকার প্ল্যান ১২ মাসের বৈধতা আপনাকে দিয়ে থাকে। এটি অন্যান্য কোম্পানি এবং বিএসএনএলের অন্যান্য বার্ষিক প্লানের তুলনায় অনেকটা বেশি সস্তা। গ্রাহকরা মাত্র ৭৯৭ টাকায় আনলিমিটেড কল এবং ২ জিবি ইন্টারনেটের সুবিধা পেতে পারেন। আর এই প্লানের মাসিক খরচ মাত্র ৬৬ টাকা।

Advertisements
Advertisement

বিএসএনএলের ৭৯৭ টাকার প্রিপেইড প্ল্যান ৩৬৫ দিন অর্থাৎ ১২ মাসের বৈধতা আপনাকে দিয়ে থাকে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর পরিষেবা পেয়ে যান। এছাড়াও আপনি লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা নিতে পারেন। আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস বিনামূল্যে পাবেন এবং ৬০ দিনের জন্য এই সমস্ত সুবিধা আপনি পাবেন। এই প্লানে আপনি ২ জিবি দৈনিক সীমা শেষ হবার পরে ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Advertisements

আপনি যদি প্রতিমাসে এই প্ল্যানের খরচ দেখেন তাহলে মাত্র ৬৬ টাকায় আপনি সারা বছর আপনার সিম কার্ড চালু রাখতে পারবেন। এই প্ল্যান সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা তাদের সিমকার্ড সারা বছর সক্রিয় রাখতে চাইছেন। যারা নিজের জন্য সবথেকে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই প্ল্যান সব থেকে ভালো। এটি bsnl-এর গ্রাহকদের জন্য একটি অর্থ সাশ্রয়কারি দারুণ পরিকল্পনা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button