লকডাউনের মধ্যে BSNL নিয়ে এলো মাত্র ২ টাকার আকর্ষণীয় প্ল্যান, জানুন কিকি সুবিধা পাবেন
লকডাউনের মধ্যে সমস্ত টেলিকম পরিষেবার গ্রাহকেরাই চাইছেন সস্তা এবং বেশি সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান। তাই এবার তাদের কথা মাথায় রেখেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল নিয়ে এলো আকর্ষণীয় সুবিধা। মাত্র ২ টাকার বিনিময়ে বাড়ানো হবে প্ল্যানের বৈধতা।
এই নতুন প্ল্যানটিতে ২ টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। এক্ষেত্রে বৈধতা পাবেন তিনদিন। যদিও সব সার্কেলের জন্যেই প্ল্যানটি প্রযোজ্য, তবে শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলেই এটির ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য, এই প্ল্যানে বৈধতা বৃদ্ধি ছাড়া আর অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না।
অন্যদিকে এর আগেও এই সংস্থা ১৯ টাকার একটি প্ল্যান নিয়ে এসেছিল। যেখানে প্ল্যানের বৈধতা বৃদ্ধি পেত ৩০ দিন। শুধু তাই নয় আরও দুটি রিচার্জ প্ল্যান, যথা- ১৫৯৯ এবং ৮৯৯ টাকার প্ল্যান এনেছিল বিএসএনএল কর্তৃপক্ষ। যেখানে বেশ অনেকদিনেরই বৈধতার সুবিধা পেয়েছন গ্রাহকেরা।
প্রসঙ্গত, বর্তমান করোনা পরিস্থিতিতে গ্রাহকদের টেলিকম পরিষেবার ব্যবহার অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। তাই তাদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যেই সব টেলিকম সংস্থাই কিছু না কিছু প্ল্যান নিয়ে আসছে। সেই দিক থেকে ব্যতিক্রমী নয় বিএসএনএল কর্তৃপক্ষও।