ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ধনতেরাসে একেবারে বিনামূল্যে বাড়িতে নিয়ে যান এই আশ্চর্যজনক হ্যাচব্যাক গাড়ি, পেয়ে যান ৩২ কিলোমিটার মাইলেজ

দীপাবলিতে এই গাড়িটি আপনার জন্য হবে সব থেকে ভালো পছন্দ

Advertisement
Advertisement

MARUTI SUZUKI কোম্পানির WAGON – R গাড়িটি হলো দেশের সবথেকে লাভজনক এবং উচ্চ মাইলেজ বিশিষ্ট একটি গাড়ি। রক্ষণাবেক্ষণ করতেও এই গাড়িতে খুব একটা বেশি খরচ হয় না এবং সেই কারণে অনেকেই এই গাড়িটি বেশ পছন্দ করেন। অনেকের বাড়িতেই এই গাড়ি রয়েছে এবং এই গাড়িতে আপনি দুটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাচ্ছেন। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ১ লিটার এবং ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন বিকল্প। এর পাশাপাশি এই গাড়িতে একটি সিএনজি বিকল্প মডেল রয়েছে। পেট্রলে প্রতি লিটারের ২৭ কিলোমিটার এবং সিএনজিতে প্রতি কেজিতে ৩২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এই গাড়িটি।

Advertisement
Advertisement

এই গাড়িতে আপনি দুটি এয়ার ব্যাগ, এবিএস সিস্টেম, EBD, ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, স্টিয়ারিং লক, চাইল্ড সিকিউরিটি লক, রিয়ার পার্কিং সেন্সর এবং সেন্ট্রাল লকিং এর মত বেশ কিছু বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছেন।

Advertisement

এই মুহূর্তে ভারতের প্রত্যেকটি ব্যাংকে এবং নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কর্পোরেশনে আপনি এই গাড়ির জন্য বেশ কিছু আর্থিক পরিকল্পনা পেয়ে যাচ্ছেন। আপনি একেবারে অন রোড মূল্যে এই গাড়ী ঋণ নিতে পারেন। আপনি যদি এই গাড়ির বেস মডেল কিনতে চান তাহলে আপনার ৬,০৯,৯৮৪ টাকা মত খরচ হতে পারে। এই মূল্যে আপনি ৭ বছরের জন্য ৯ শতাংশ সুদে এই গাড়ি লোন নিতে পারেন। প্রতিমাসে আপনাকে ৯৮১৪ টাকা কিস্তি দিতে হবে। এভাবে আপনি আরো সস্তায় এই গাড়িটি কিনতে পারবেন

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button