টেক বার্তা

১৮,০০০ টাকাতেই বাড়ি নিয়ে আসুন Hero HF Deluxe, রইলো বিস্তারিত বিবরণ

দৈনন্দিন ব্যবহারের জন্য ভারতীয়দের কাছে হিরো কোম্পানির বাজেট বাইকগুলি ব্যাপক জনপ্রিয়

Advertisement
Advertisement

আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero HF Deluxe পছন্দ হয় অনেক মানুষের। এই বাইকের প্রধান ইউএসপি হল এর বাজেট মূল্য এবং সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স। তাই শহর থেকে গ্রাম সব জায়গার মানুষ এই বাজেট মূল্যের হিরোর বাইকটি কিনতে পছন্দ করেন। আপনার কাছে যদি বাজেট কম থাকে এবং আপনি দৈনন্দিন কাজকর্মের জন্য একটি বাইক কিনতে চান তাহলে এই হিরো এইচএফ ডিলাক্স আপনার বেস্ট অপশন হতে পারে।

Advertisement
Advertisement

আপনি যদি এই মুহূর্তে হিরো এইচএফ ডিলাক্স বাইক টি শোরুম থেকে কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৬৫ হাজার থেকে ৭০ হাজার টাকা। তবে আপনার কাছে যদি এই মুহূর্তে ওত বাজেট না থাকে তাহলেও কোনো সমস্যা নেয়। আপনাদের জন্যই আমরা খুঁজে এনেছি বেস্ট সেকেন্ড হ্যান্ড বাইক অপশন যা কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১৮,০০০ টাকা। তাই আপনার কাছে যদি বাজেট না থাকে এবং এই মুহূর্তে আপনি হিরো এইচএফ ডিলাক্স বাইকটি কিনতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

Advertisement

আপনাকে জানিয়ে রাখি এই হিরো এইচএফ ডিলাক্স বাইকটি অনলাইন ওয়েবসাইট e-bay তে নথিভুক্ত করা রয়েছে। এই বাইকটির রেজিস্ট্রেশন রয়েছে দিল্লিতে। আপনি মাত্র ১৮ হাজার টাকা খরচ করে এই বাইকটি নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন। বাইকটির কন্ডিশন খুব ভালো রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি এই হিরো এইচএফ ডিলাক্স বাইকটি ৭০ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দেয়। তাই কম মূল্যের মধ্যে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি বাজেট বাইক যদি আপনি চান তাহলে অবশ্যই এই সেকেন্ড হ্যান্ড বাইকটি আপনি কিনতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button