দেশনিউজ

প্রথা ভেঙে মসজিদে ঢোকার অনুমতি মহিলাদের, পুরুষদের সঙ্গেই পড়বেন জুম্মার নামাজ

Advertisement
Advertisement

একমাত্র ঈদের দিনই মসজিদে ঢুকতে পারতেন তাঁরা। মুসলিম হলেও বছরের বাকী দিনগুলোতে মসজিদে অনুমতি ছিল না তাদের। ধর্মীয় বিধিনিষেধ না থাকলেও, এতদিন এটাই ছিল অলিখিত নিয়ম। সেই প্রথা ভেঙে এবার মসজিদে ঢুকতে পারবেন মুসলিম মহিলারাও। এমনই জানিয়েছে মুসলিম ল’ বোর্ড।

Advertisement
Advertisement

শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশ নিয়ে শীর্ষ আদালতের ইতিবাচক রায়ে অনুপ্রাণিত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুণের বাসিন্দা ইয়াসমিন জুবের আহমেদ পীরজাদে ও তাঁর স্বামী জুবের আহমেদ নাজির আহমেদ পীরজাদে। তাদের দাবি, মসজিদে প্রবেশের অনুমতি দিতে হবে মহিলাদের। কারণ, ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদ মসজিদে মহিলাদের প্রবেশের উপর কোন বিধিনিষেধ আরোপ করেননি। তাই মসজিদে প্রবেশের অধিকার মহিলাদেরও দেওয়া হোক।

Advertisement

এই মামলায় শীর্ষ আদালতের নয় সদস্যের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নোটিশ পাঠায়। বুধবার, মামলার শুনানিতে নোটিশের উত্তর দেয় মুসলিম ল’ বোর্ড। তারা জানিয়ে দেয়, মসজিদে নামাজ পড়ার উপর কোন ধর্মীয় বিধিনিষেধ নেই মহিলাদের জন্য। দেশের কোন প্রান্তে এমন ফতোয়া থাকলে তা তুলে নেওয়া উচিত। শুধু তাই নয়, তারা আরও জানান, মুসলিম মহিলাদেরও পুরুষদের সঙ্গে জুম্মার নামাজ পড়ার অধিকার রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button