BREAKING: তাহলে কি শুরু? সীমান্তে সেনা টহল বাড়িয়েছে পাক সরকার, কিসের ইঙ্গিত দেখাচ্ছে পাকিস্তান!
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তান যে আন্তর্জাতিক স্তরে জলঘোলা করতে চাইছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় দূতকে দেশে ফেরত পাঠানোয় তা পরিষ্কার। ভারতের সংবিধানের ৩৭০ বিলোপ নিয়ে কড়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পাকিস্তানে। কোনঠাসা হয়ে পড়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল। এই পরিস্থিতিতে ভারতীয় দূতকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাক সরকার। নিজেদের উপর চাপ কাটাতে তড়িঘড়ি এমনই বেশকিছু সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। পাল্টা হিসেবে ভারতে নিযুক্ত পাক হাই কমিশনারকেও দেশে ফেরত পাঠানো হয়।
কাশ্মীর নিয়ে ভারত সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে পাকিস্তান। মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে ইমরান খান যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এর ভিত্তিতে জরুরীকালীন বৈঠক ডেকে সীমান্ত বরাবর সেনা টহল বাড়িয়েছে পাক সরকার। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন না ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয় ততদিন বন্ধ থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য, কমানো হবে কূটনৈতিক সম্পর্ক। খুব শীঘ্রই রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করবে তারা। চেষ্টা করবে আন্তর্জাতিক চাপ সৃষ্টির।
৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতকে ক্রমাগত আক্রমণ করে চলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সম্পর্কের এই অবনতিতে আশঙ্কার মেঘ দেখছে রাষ্ট্রসংঘ।