নিউজ

BREAKING: শিক্ষাক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনলো সরকার!

×
Advertisement

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট খারাপ ফল হয়েছে।রাজ‍্য জুড়ে বিজেপির উত্থান হয়েছে।বিশেষ করে জঙ্গলমহলের সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে।রাজ‍্যের অন‍্যান‍্য জায়গার তুলনায় জঙ্গলমহল সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিপর্যয় হয়েছে।এবার আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের সুযোগ করে দিতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।বিশেষত জঙ্গলমহলের চারটি জেলায় কারিগরি প্রশিক্ষণ নেওয়ার জন্য যে ন‍্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, সেই নিয়ম তুলে দেওয়া হচ্ছে।কারিগরি প্রশিক্ষণ নেওয়ার জন্য ন‍্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হতো।

Advertisements
Advertisement

এখন থেকে আর কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা থাকলো না।পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলার আইটিআই গুলিতে এখন থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ‍্য সরকার।জঙ্গলমহলে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকায় অনেকেই ন‍্যূনতম যোগ‍্যতা পর্যন্ত যেতে পারেন না।তাই এই সিদ্ধান্ত বলে রাজ‍্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।এবারের নির্বাচনে আদিবাসী অধ‍্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে।

Advertisements

বিজেপি এই সব এলাকায় তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে।তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের অবস্থা চাঙ্গা করতে বিভিন্ন ধরনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন।রাজনৈতিক মহলের মতে, যেহেতু জঙ্গলমহলের সব এলাকায় পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের অনেকটাই খারাপ ফল হয়েছিল।কিন্তু তারপর লোকসভা নির্বাচনে আদিবাসী অধ‍্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভার লক্ষ্যে নতুন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button