নিউজদেশ

BPL Ration Card: সরকার রেশন কার্ডধারীদের রেশনের সাথে এত টাকা দেবে

BPL রেশন কার্ড থাকা প্রায় ১.২৮ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন

Advertisement

কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। কিন্তু আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সরকারের থেকে আরও সুবিধা পেতে চলেছেন আপনি। আসলে এবার বিনামূল্যে চালের সাথে টাকা দেবে সরকার। এমন যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার।

কর্ণাটক সরকার ‘অন্ন ভাগ্য’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে যা গরিব পরিবারগুলিকে সাহায্য করবে। গরিব পরিবারগুলি প্রতি মাসে ১৭০ টাকা করে পাবেন। এই টাকা ৫ কেজি চাল কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। এই টাকা পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। BPL কার্ড থাকা ১.২৮ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক না করলে এই টাকা আসবে না। প্রায় ২২ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই। তাই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না।

কর্ণাটক সরকারের ‘অন্ন ভাগ্য’ যোজনা সরকারের একটি বিনামূল্যের চাল প্রকল্প। এর আওতায় বিপিএল ক্যাটাগরির পরিবারগুলোকে প্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১০ কেজির মধ্যে ৫ কেজি চাল কেন্দ্রীয় সরকার দেবে। সুবিধাভোগীরা দীর্ঘদিন ধরে এটি পাচ্ছেন। রাজ্য সরকার অতিরিক্ত ৫ কেজি চাল দেওয়ার ঘোষণা করেছে। কিন্তু এর বিনিময়ে প্রতি মাসে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭০ টাকা স্থানান্তর করা হচ্ছে। সরকার এফসিআই থেকে চাল কিনতে না পারায় এই নতুন নিয়ম চালু হচ্ছে।

Related Articles

Back to top button