বলিউডবিনোদন

সীতার চরিত্রে করিনা কাপুর খান, অভিনেত্রীকে বয়কটের ডাক নেটিজেনদের

Advertisement
Advertisement

গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর খান। দুই ছেলেকে নিয়ে সময় কাটছে এখন অভিনেত্রীর। মা হওয়ার পর এখনো পুরোপুরি ফিট আর ফাইন আছেন অভিনেত্রী। অনেকদিন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এবার এই অবসর সময় কাটিয়ে এবার তিনি ফিরছেন শুটিং ফ্লোরে। সেই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। তবে কাজে ফেরার আগেই একি করলেন অভিনেত্রী?

Advertisement
Advertisement

প্রেগন্যান্সির সময় আমির খানের সাথে লাল সিং চাড্ডা সিনেমার কাজ সম্পন্ন করেন। সম্প্রতি রামায়ণকে সিলভারস্ক্রিনে আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। ছবিটির সম্ভাব্য নাম হতে চলেছে ‘সীতা: দ্য ইনকারনেশন’ । প্রস্তাবিত এই ছবির কাহিনীকার বাহুবলী খ্যাত কে.ভি.বৈজেন্দ্র প্রসাদ। আর এই ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে করিনা কাপুর খানকে। তিনি জানিয়েছেন এই সিনেমায় অভিনয় করার জন্য তাঁকে নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক দিতে হবে।

Advertisement

বলিউড সূত্রে জানা যাচ্ছে, যে সমস্ত ছবির শ্যুটিং এক মাসের মধ্যেই শেষ করে ফেলা হয় এরকম ছবিতে অভিনয় করার জন্য করিনা সাধারনত ৬ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু প্রস্তাবিত এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করাটা বেশ সময়সাপেক্ষ আর কঠিন। কারণ সীতার চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য অনেক সময় লাগতে পারে বেবোর। তাই পুরো শ্যুটিং শেষ হতে আট থেকে দশ মাস পর্যন্ত সময় লাগতে পারে। সিনেমার শ্যুটিংয়ে সময়ের ব্যবধান বেড়ে যাওয়ার কারণেই বেবো তাঁর পারিশ্রমিক ১২ কোটি টাকা দাবি করেছেন।

Advertisement
Advertisement

সইফ -জায়া এও বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করায় ছবি নির্মাতাদের কপালে অনেকটাই চিন্তার ভাঁজ তৈরী হয়েছে। এই পিরিওডিক ছবিতে সীতার চরিত্রে প্রথম পছন্দ করিনাই। একান্তই যদি করিনার সঙ্গে সময় বা পারিশ্রমিক না ঠিক হয় তাহলে দ্বিতীয় বাছাই হিসেবে নির্মাতাদের পছন্দ আলিয়া ভাট। তবে বেবোর এরকম পারিশ্রমিক দাবিতে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

আবারো #BoycottKareenaKhan ডাক ট্রেন্ডিং হয়েছে বিভিন্ন নেট ইউজারের ট্যুইটার হ্যান্ডেল। কেউ লিখেছেন, কীভাবে এক মাদকাসক্ত মা সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন? কারও বক্তব্য, এই সিনেমায় মা সীতার চরিত্র কঙ্গনা রানাওয়াতকে প্রস্তাব দেওয়া হোক। কেউ আবার বলেন মা সীতা নয় রাক্ষসী সূর্পনখার ভূমিকায় মানাবে করিনাকে। কারও প্রশ্ন, তৈমুরের মা কীভাবে সীতা হতে পারে?   

Advertisement

Related Articles

Back to top button