বলিউডবিনোদন

যেসব তারকারা অল্প বয়সে বিয়ে করে সামলেছেন ঝড়

Advertisement
Advertisement

ইদানিং বলিউডের তারকারা অল্প বয়সে কেউ বিয়ে করতে চান না। সম্প্রতি রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়া ভাট (Alia bhatt)-এর বিয়ের গুঞ্জন শোনা গেলেও একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, তাঁর বয়স মাত্র পঁচিশ বছর এবং বিয়ের পক্ষে তিনি যথেষ্ট ছোট। উর্মিলা মাতন্ডকর (urmila matandkar) বিয়ে করেছেন চল্লিশের কোঠায় পৌঁছে। মণীষা কৈরালা (Manisha koirala) বিয়ে করেছেন ছেচল্লিশ বছর বয়সে। প্রিয়াঙ্কা চোপড়া (priyanka Chopra) বিয়ে করেছেন মধ্য ত্রিশে। সলমন খান (salman khan) তো এখনও ব্যাচেলর। কিন্তু এমন অনেক তারকা রয়েছেন যাঁরা অনেক কমবয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন।

Advertisement
Advertisement

এই তালিকায় প্রথমেই নাম আসে দিলীপ কুমার (Dilip kumar) ও সায়রাবানু (sairabanu)-র। মাত্র একুশ বছর বয়সে সায়রাবানু বিয়ে করেছিলেন তাঁর থেকে বয়সে দ্বিগুণ দিলীপ সাবকে। বহু ঝড়-ঝাপটা এলেও তাঁদের দাম্পত্যে ফাটল ধরাতে পারেনি। একুশ বছর বয়সে নিতু সিং (Nitu singh) বিয়ে করেছিলেন ঋষি কাপুর (Rishi kapoor)-কে। রণবীর ও রিদ্ধিমা (Ridhdhima kapoor) হলেন তাঁদের দুই সন্তান। মাত্র ষোলো বছর বয়সে ছত্রিশ বছরের রাজেশ খান্না (Rajesh khanna) -কে বিয়ে করেছিলেন ডিম্পল কাপাডিয়া (Dimple kapadia)। কিন্তু রাজেশের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে দুই মেয়ে টুইঙ্কল (Twinkal) ও রিঙ্কি (Rinki)-কে নিয়ে আলাদা থাকতে শুরু করেন ডিম্পল। মাত্র উনিশ বছর বয়সে ধর্মেন্দ্র (Dharmendra) বিয়ে করেছিলেন প্রকাশ কৌর (Prakash kaur)-কে। তাঁদের দুই ছেলে হলেন সানি (sunny deol),ববি (Bobby deol)। তবে ধর্মেন্দ্র পরবর্তীকালে প্রকাশকে ডিভোর্স না দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন হেমা মালিনী( Hema malini)-কে। ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে হলেন এষা (Esha Deol), অহনা (Ahana Deol)।

Advertisement

ফিল্মে আসার আগেই মাত্র পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন শাহরুখ খান (shahrukh khan) ও গৌরী ছিব্বর (Gouri chibbar)। শাহরুখের মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সেই সময় তিনি ছেলের বৌ দেখে যেতে চেয়েছিলেন। এই কারণে দীর্ঘদিনের প্রেমিকা গৌরীর সঙ্গে একপ্রকার তাড়াহুড়ো করেই বিয়ে হয়েছিল শাহরুখের। শাহরুখ ও গৌরীর বিয়ের কয়েক মাসের মধ্যেই মারা যান শাহরুখের মা। মায়ের কবরে মাটি দিয়ে একই দিনে স্ত্রী গৌরী ও বোন শেহনাজ(shehnaz)-কে নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শাহরুখ। শাহরুখ ও গৌরীর দুই ছেলে আরিয়ান (Aryan khan) ও অ্যাব্রাম (Abram khan) ও এক মেয়ে সুহানা (suhana khan)। ফিল্মে আসার আগেই মাত্র ছাব্বিশ বছর বয়সে আয়ুষ্মান খুরানা (Ayushman khurana) বিয়ে করেছিলেন তাঁর স্কুলজীবনের বান্ধবী তাহিরা কাশ‍্যপ(Tahira kashyap)-কে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাত্র কুড়ি বছর বয়সে সইফ আলি খান (saif Ali khan) বিয়ে করেছিলেন ত্রিশ বছর বয়সী অমৃতা সিং (Amrita singh)-কে। অমৃতা ও সইফের দুই সন্তান রয়েছে যথা- সারা (sara ali khan)ও ইব্রাহিম (Ibrahim khan)। তবে পরবর্তীকালে সইফ ও অমৃতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর সইফ বিয়ে করেন করিনা কপূর(kareena kapoor)-কে। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। অজয় দেবগণ (Ajay devgan) মাত্র উনত্রিশ বছর বয়সে বিয়ে করেন চব্বিশ বছর বয়সী কাজল(Kajal)-কে। কাজলের মা তনুজা (Tanuja) মাত্র তেইশ বছর বয়সে বিয়ে করেছিলেন সমু মুখার্জি (shomu mukherjee)-কে। কিন্তু সেই বিয়ে টেকেনি। ফলে তনুজা অজয় ও কাজলের বিয়ের সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন। কিন্তু তনুজার আশঙ্কা মিথ্যা প্রমাণিত করে অজয় ও কাজলের দাম্পত্য সফল হয়েছে। তাঁদের মেয়ের নাম নাইশা (Naisha)।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button