Today Trending Newsনিউজপলিটিক্স

পুরভোটে এই হেভিওয়েট নেতাকে দলে সক্রিয় ভাবে ফেরাতে চায় গেরুয়া শিবির

Advertisement
Advertisement

কলকাতা পুরভোটে বিজেপির নেতৃত্ব কে দেবে সে নিয়ে চিন্তায় থাকা বিজেপি শোভন চট্টোপাধ্যায়ের কথা মনে করে তাকে দলে আবার সক্রিয় করতে চাইছে। এখনো তিনি বিজেপিতেই আছেন তবে দলের নেতাদের থেকে দূরে, পাঁচ মাস তিনি বিজেপি দপ্তরে যাননি,সে সময় অবশ্য বিজেপির সদস্যরা তাকে গুরুত্ব না দিলেও পুরসভার ভোট যেই সামনে আসছে তখন শোভন চট্টোপাধ্যায় কে নতুন করে দলে ফেরাতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি অবশ্য আশাবাদী এই ব্যাপারে। তিনি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু সমস্যা থাকলেও সেটা মিটিয়ে নেওয়া হবে।

Advertisement
Advertisement

গত লোকসভা ভোটে বিজেপি ১৮ টি আসনে জিতলেও বিধানসভা উপনির্বাচনের সেই স্থান বজায় রাখতে পারেনি। তার মধ্যে সিএএ এনআরসি নিয়ে জনগণ বিজেপির বিরুদ্ধে,তাই কলকাতা পুরসভার ভোটে বিজেপি দখল পেলে রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে। আর কলকাতায় জিততে গেলে শোভন চট্টোপাধ্যায় কে দরকার বিজেপির।

Advertisement

আরও পড়ুন : ‘হিংসা ছাড়া ভোট করতে হবে’, পুরভোট নিয়ে কাউন্সিলরদের সতর্ক করলেন প্রশান্ত কিশোর

Advertisement
Advertisement

তাই যেভাবেই হোক গেরুয়া শিবির শোভনকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। আগামী ২০ তারিখ দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিন দিল্লি যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী কে। যদিও শোভন চট্টোপাধ্যায় এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি, কিন্তু তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান সময়ের সাথে সাথে সব জানা যাবে।

Advertisement

Related Articles

Back to top button