Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

আজ পরের দুই দফার বিজেপি প্রার্থী তালিকা নির্বাচন, রয়েছে বহু হেভিওয়েটের নাম

বিজেপি সূত্রে জানা যাচ্ছে দলত্যাগী বিধায়করা নিজেদের কেন্দ্র থেকেই দাঁড়াবেন, শুধু ব্যতিক্রম শোভন চট্টোপাধ্যায়

Advertisement
Advertisement

প্রথম দুই দফার ভোটের জন্য প্রার্থী তালিকা আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল। এবারে শনিবার পরের দুই দফার জন্য বাংলার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল ভারতীয় জনতা পার্টি। রবিবার সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। দিল্লির সদর দপ্তরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে দলীয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে পরের দু’দফার জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তৃতীয় এবং চতুর্থ দফার এই প্রার্থী তালিকায় সর্বমোট ৭৫ জনের নামের উপরে সিলমোহর পড়েছে। পাশাপাশি পঞ্চম থেকে অষ্টম দফার মধ্যে যে কয়টি আসন রয়েছে তার বেশ কিছু আসনের পদ প্রার্থীর নাম আজকে ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

কিছুদিন ধরেই জল্পনা উঠছিল বিজেপির হয়ে এবারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কিন্তু সেই জল্পনা একেবারে জল ঢেলে দিয়ে, আজকে মিঠুন চক্রবর্তী নিজেই জানিয়েছেন তিনি বিজেপির হয়ে শুধুমাত্র প্রচারে অংশগ্রহণ করবেন। প্রার্থী হবার কোনো ইচ্ছে তার নেই। দিন কয়েক আগে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন তিনি যদি প্রার্থী না হন তাহলেও দল তার সাথে কথা বলবে। কৈলাসের ওই মন্তব্যের পর এই মিঠুনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ওঠার জল্পনা অক্সিজেন পায়।

Advertisement

তৃতীয় এবং চতুর্থ দফায় যারা বর্তমান বিধায়ক রয়েছেন তারা নিজেদের আসন থেকেই দাঁড়াবেন। তবে, ব্যতিক্রম হবে শুধুমাত্র বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। এবারে বেহালা পূর্ব আসনের তৃণমূল রত্না চট্টোপাধ্যায় কে প্রার্থী করেছে। এই শোভন চট্টোপাধ্যায় যদি ইচ্ছে করে তাহলে তিনি অন্য কোন আসন থেকে দাঁড়াতে পারেন।

Advertisement
Advertisement

অন্যদিকে, বিজেপির হয়ে হাওড়া ডোমজুড় থেকে প্রার্থী হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃতীয় থেকে বাকি দফার আসনে কিন্তু একটি আসনের জন্য বহু পদপ্রার্থী আছে। তাই দীর্ঘ বৈঠকের পরেও অমিত শাহ, এবং অন্যান্য বিজেপি নেতারা এই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। জানা যাচ্ছে কয়েকজন লোকসভা সাংসদ বিধানসভার প্রার্থী হতে পারেন। নাম উঠছে বাবুল সুপ্রিয়র। বিজেপি তাকে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। এ দিনের বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। আজকেই নন্দীগ্রাম দিবস, এই কারণে শুভেন্দু অধিকারী শনিবার রাতেই কলকাতা ফিরে গিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button